For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Australia: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার- গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত।

India vs Australia: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে একাধিক চমক রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। জাতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ না খেলা ভিক্টোরিয়ার তরুণ স্পিনার টড মারফি ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার দলে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া বেশি জোর দিয়েছে বোলিং বিভাগের উপর। চার জন স্পিনার এবং ছয় জন পেসারকে রাখা হয়েছে ১৮-সদস্যের দলে। বুধবার যে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া তাতে ডাক পেয়েছে বর্ষীয়ান ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।

স্পিন বিভাগে কিংবদন্তির পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া নাথান লিয়ঁ, অ্যাশটন আগার এবং মিচেল সোয়েপসনের সঙ্গে ডাক পেয়েছেন তরুণ টড মারফি। সদ্য চোট কাটিয়ে ওঠা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন এবং পেসার মিচেল স্টার্ক ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার দলে। ব্যাক আপ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে আনক্যাপড লেন্স মরিসকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেছেন, "সিডনিতে দলে ফেরার পর থেকে ইমপ্রেস করে চলেছে অ্যাশটন আগার। আমরা বিশ্বাস করি ভারতীয় কন্ডিশনে বাম হাতি ফিঙ্গা স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টড মারফি দ্রুত উন্নতি করেছে এবং ঘরোয়া ক্রিকেটে প্রভাবিত করেছে এবং সম্প্রতি সেই ধারা বজায় রেখেছে অস্ট্রেলিয়া এ দলের হয়েও। ওই পারফরম্যান্সগুলোর ফলে শক্তিশালী স্পিনিং অপশন হিসেবেই ওকে দেখা হচ্ছে। ওর সিলেকশন সুযোগ দেবে নাথান লিয়ঁ এবং সহকারী কোচ ড্যানিয়েল ভিত্তোরির সঙ্গে ভারতে সময় কাটানোর যেটা ওর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

পিটার হ্যান্ডসকম্বকে দলে ফেরানোর প্রসঙ্গে তিনি বলেছেন, "দলে জায়গা ফিরে পাওয়া যোগ্য পিটার হ্যান্ডসকম্ব। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল ফর্মে রয়েছে ও। পেট প্রমাণ করেছে ও টেস্টের স্তরে ভাল পারফর্ম করতে পারে। উপমহাদেশে স্পিনের বিরুদ্ধে ওর অভিজ্ঞতা গুরুত্ব রাখবে এবং উইকেটের সামনে নজিরবিহীন ভাবে ভাল ক্যাচার ও।"

অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জস হ্যাজেলউড, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচানে, নাথান লিয়ঁ, লেন্স মরিস, টড মারফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন. ডেভিড ওয়ার্নার

English summary
Australia announced 18-member squad for Test Series against India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X