For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থ-এর প্রাণবন্ত উইকেটে ভালো শুরু অস্ট্রেলিয়ার, হ্যারিসের মধ্যে নতুন তারকাকে খুঁজছে অজিরা

অ্যারন ফিঞ্চ এবং এম এস হ্য়ারিসের জমাট ব্য়াটিং-এ পারথ টেস্টে ভালো শুরু পেল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ব্য়াটিং-এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক পেইন।

  • |
Google Oneindia Bengali News

অ্যারন ফিঞ্চ এবং এম এস হ্য়ারিসের জমাট ব্য়াটিং-এ পারথ টেস্টে ভালো শুরু পেল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ব্য়াটিং-এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক পেইন। ভারতীয় বোলাররা দুরন্ত বোলিং করে রানের গতিতে লাগাম দিলেও মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত কোনও উইকেট তুলতে পারেনি। অন্যদিকে, ফিঞ্চ ও হ্য়ারিস ছিলেন যথেষ্টই রক্ষণাত্মক। তবে দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছেন অজি ওপেনাররা।

পার্থ-এর প্রাণবন্ত উইকেটে ভালো শুরু অস্ট্রেলিয়ার, হ্যারিসের মধ্যে নতুন তারকাকে খুঁজছে অজিরা

মধ্যাহ্নভোজের পর এই জুটির দৌলতে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ও হ্যারিস দুজনেই অর্ধশতরান করেন। এরপরেই অবশ্য বুমরার বলে ফিঞ্চ আউট হন। তবে অস্ট্রেলিয়াকে বড় রানের ইনিংস গড়ার ভিত তৈরি করে দিয়ে গিয়েছেন তিনি। অপর ব্যাটসম্যান হ্যারিসের কিন্তু এখনও ধৈর্যচ্যুতি ঘটেনি। তিনি ১৩১ বল খেলে ৬৫ রান করে ধীরে ধীরে শতরানের দিকে এগোচ্ছেন।

তাঁর সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা। তিনি অবশ্য এখনও খোলস ছেড়ে বের হতে পারেননি। টেস্ট শুরুর আগের দিনই বিরাট কোহলি বড় মুখ করে বলেছিলেন সবুজ উইকেটে তাঁদের পেসারদের দিয়ে গুঁড়িয়ে দিতে চান অস্ট্রেলিয়াকে। প্রথমদিন এখনও পর্যন্ত পোরাররা কিন্তু হতাশই করেছেন।

এদিন কিন্তু শে, পর্যন্ত বিরাট চার জোরে বোলার নিয়েই নেমেছেন। ইশান্ত, শামি, বুমরার সঙ্গে যুক্ত হয়েছেন উমেশ যাদব। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভোট ছিল ভুবনেশ্বর কুমারের প্রতি। কিন্তু দ্বিতীয় টেস্টেও তাঁকে প্রথম একাদশের বাইরেই থাকতে হল। আর চোট পাওয়া রোহিতের জায়গায় এসেছেন হনুমা বিহারী।

English summary
Australia has won the toss and elected to bat first in the second test against India in Perth. They have got a strong start.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X