For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতরান হাতছাড়া হলেও রেকর্ডবুকে শুভমান, কিংবদন্তি গাভাসকরের রেকর্ড ভাঙলেন গিল

শতরান হাতছাড়া হলেও রেকর্ডবুকে শুভমান, কিংবদন্তি গাভাসকরের রেকর্ড ভাঙলেন গিল

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে দুরন্ত ব্যাটিং করেও ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া শুভমান গিলের। গাব্বায় টেস্ট জিততে ভারতের টার্গেট ৩২৮ রান। পঞ্চম দিনে রাহানের দলকে ৩২৪ রান করতে হত। এই পরিস্থিতিতে দিনের শুরুতে রোহিত ৭ রানে ফিরলেও গিল ৯১ রান হাঁকিয়ে ভারতকে লড়াইয়ে মঞ্চে গড়ে দেন। ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান গিল।

শতরান হাতছাড়া হলেও রেকর্ডবুকে শুভমান, কিংবদন্তি গাভাসকরের রেকর্ড ভাঙলেন গিল

গাব্বা টেস্টে কেরিয়ারের প্রথম সেঞ্চুরির কাছে পৌঁছে গেলেও শেষরক্ষা হয়নি। শতরান থেকে ৯ রান আগে আউট হয়ে ন্যাথান লায়নের শিকার হয়ে গিল সাজঘরে ফেরেন। সেঞ্চুরি না পেলেও এদিন ম্যাচের চতুর্থ ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানোর সুবাদে রেকর্ডবুকে নাম তুলে ফেলেছেন গিল। সেই সঙ্গে কিংবদন্তি গাভাসকরের রেকর্ড ভাঙলেন তিনি।

এর আগে টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের কনিষ্ঠতম ওপেনার হিসেবে সুনীল গাভাসকরের হাফ সেঞ্চুরি ছিল। ২১ বছর ২৪৩ দিন বয়সে ওপেনার হিসেবে গাভাসকর টেস্টের চতুর্থ ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকান। ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে চতুর্থ ইনিংসে গাভাসকর ৬৭ রান হাঁকান। এদিন ব্রিসবেনে ২১ বছর ১৩৩ দিন বয়সে গিল টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের কনিষ্ঠতম ওপেনার হিসেবে হাফ সেঞ্চুরি হাঁকালেন।

মেলবোর্নে টেস্ট অভিষেক থেকে, ব্রিসবেনে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেমে যাওয়া! অজি ভূমে টেস্টের অভিষেক সিরিজে ব্যাট হাতে হৃদয় জিতলেন শুভমান গিল। একনজরে তিন টেস্টের ছয় ইনিংসে শুভমান যথাক্রমে ৪৫, ৩৫*, ৫০, ৩১, ৭, ৯১ রান হাঁকালেন।

সোনার দাম ১৯ জানুয়ারি কোনদিকে! মঙ্গলবার কলকাতার দর একনজরে সোনার দাম ১৯ জানুয়ারি কোনদিকে! মঙ্গলবার কলকাতার দর একনজরে

English summary
AUS Vs IND: Indian opener Shubman Gill Breaks Long-standing Sunil Gavaskar Record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X