For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে বাবরের বিরাট ভুল ধরলেন আক্রম! পাকিস্তান অধিনায়কের গলায় কোহলিদের প্রশংসা

Google Oneindia Bengali News

দুবাইয়ে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের মধুর প্রতিশোধ এশিয়া কাপের প্রথম ম্যাচেই নিয়েছে ভারত। আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়া কাপে দুই দেশের একে অপরের বিরুদ্ধে ম্যাচগুলি তাদের টি ২০ বিশ্বকাপের রণকৌশল নির্ধারণের পক্ষেও ইতিবাচক হবে।

এশিয়া কাপে বাবরের বিরাট ভুল ধরলেন আক্রম!

পাকিস্তান গতকাল ১৪৭ রানের পুঁজি না নিয়েও ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ম্যাচের ফয়সালার বিষয়টি শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম মনে করেন, বাবর আজমের একটা মারাত্মক ভুলই ভারতের জয়ের পথ সুগম করে দিয়েছে। ১৩ বা ১৪ বছরে মহম্মদ নওয়াজকে আক্রমণে আনা উচিত ছিল বলে মত আক্রমের। তিনি স্টার স্পোর্টসে বলেন, দুবাইয়ে টি ২০-র পক্ষে আদর্শ পিচেই খেলা হচ্ছে। বোলাররা বাউন্সার দিয়ে উইকেট পাচ্ছেন, এটা দেখতে ভালো লাগছে। ভারত-পাকিস্তান ম্যাচটিও ভালো হয়েছে, ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে। তবে বাবর একটা ভুল করে ফেলেছেন। নওয়াজকে ১৩ বা ১৪ ওভারে বল করতে ডাকা উচিত ছিল। যখন ডাকা হলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। টি ২০ ম্যাচে শেষ তিন-চার ওভারে স্পিনারকে ডাকা ঠিক নয়। বিশেষ করে যেখানে রবীন্দ্র জাদেজা বা হার্দিক পাণ্ডিয়ার মতো ব্যাটার রয়েছেন।

তবে পাকিস্তানের সামগ্রিক বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট আক্রম। তিনি বলেন, ভারত জেতায় তাদের অভিনন্দন। নওয়াজ খুব বুদ্ধিমান বোলার। সোজা বল করে ব্যাটের ভিতরের কানায় বল লাগিয়ে উইকেট পেয়েছেন। পাকিস্তানের পেসার শাহওয়াজ দাহানি খুব বেশি ম্যাচ দেশের হয়ে খেলেননি। তাঁর বোলিংও আমার ভালো লেগেছে। ২০-২১ বছরের নাসিম শাহ অভিষেক ম্যাচে ভালো খেলেছেন। হ্যারিস রউফ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। প্রত্যেক বোলারই নিজেদের সেরাটা দিয়েছেন। পাকিস্তানের জোরে বোলিংয়ের কথা বলতে গেলে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে।

পাকিস্তান এশিয়া কাপে চোটের কবলে পড়া শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম জুনিয়রকে ছাড়াই খেলছে। গতকাল ক্র্যাম্প সমস্যা করছিল পাক পেসারদের। এরই মধ্যে ভারতীয় দলের ক্রিকেটারদের প্রশংসা শোনা গিয়েছে বাবর আজমের গলায়। এশিয়া কাপে ম্যাচে নামার আগে অনুশীলনে যাওয়ার সময় যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ দেখা করেছিলেন শাহিন শাহ আফ্রিদির সঙ্গে। তাঁর চোট সম্পর্কে খোঁজখবর নেন। বাবর বলেন, যেভাবে বৃহস্পতিবার ট্রেনিং সেশনের ফাঁকে শাহিনের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করে উৎসাহ দিয়েছেন তাতে আমি আপ্লুত। প্লেয়াররা একে অপরের সঙ্গে কথা বলছেন এমন দৃশ্য সব সময় হৃদয়গ্রাহী, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বার্তা দেয়, যা উপভোগ করার মতো। কিন্তু ম্যাচের দিন এ সব কিছু সরিয়ে রাখতে হয়। খেলায় একে অপরকে হারানোর লক্ষ্যে দুই দলের ক্রিকেটাররাই নিজেদের সেরাটা দেন।

English summary
Asia Cup: Wasim Akram Pointed Out A Big Error Made By Babar Azam. Pakistan Captain Is Very Touched By The Way Indian Cricketers Met Shaheen Shah Afridi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X