For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপের প্রথম ম্যাচেই টেলরকে স্পর্শ করছেন বিরাট, কোহলিকে ছুঁয়ে নতুন নজির গড়ার পথে রোহিত

Google Oneindia Bengali News

এশিয়া কাপে কাল দুবাইয়ে ভারতের সামনে পাকিস্তান। এই ম্যাচেই হতে চলেছে একাধিক নজির। বিরাট কোহলি শততম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমেই স্পর্শ করবেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলরের কীর্তি। আবার পাকিস্তানকে হারালেই ভারত অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নজির ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা।

বিরাট ছোঁবেন রসকে

এথনও অবধি টি ২০ আন্তর্জাতিকে ১০০টি ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তবে রস টেলর ছাড়া আর কেউই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১০০টি ম্যাচ খেলেননি। প্রথম ভারতীয় হিসেবে সেই নজির স্পর্শ করবেন বিরাট। তিনি ১০২টি টেস্ট ও ২৬২টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। রস টেলর খেলেছেন ১১২টি টেস্ট, রান করেছেন ৭৬৮৩। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে তিনি ৮৬০৭ রান করেছেন। ১০২টি টি ২০ আন্তর্জাতিকে টেলরের রান ১০০৯।

শততম টেস্টের বছরেই শততম টি ২০ আন্তর্জাতিক

শততম টেস্টের বছরেই শততম টি ২০ আন্তর্জাতিক

চলতি বছর মার্চে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্টটি খেলেছিলেন বিরাট কোহলি। সেই টেস্টে কোহলি ৪৫ রান করেছিলেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ২০ ওভারের খেলায় শতরান পাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর সময়। ফলে টি ২০-তে শতরান না এলেও দ্রুত বিরাট ছন্দে ফিরে অন্য ফরম্যাটগুলিতে শতরান পাবেন বলে আশাবাদী বোর্ড সভাপতি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে একটা অর্ধশতরানেই বিরাট সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারবেন।

কোহলির পরিসংখ্যান

কোহলির পরিসংখ্যান

বিরাট কোহলি ১০২টি টেস্টে ৮০৭৪ রান করেছেন, গড় ৪৯.৫৩। একদিনের আন্তর্জাতিকে তিনি ২৬২টি ম্যাচে ১২৩৪৪ রান করেছেন, গড় ৫৭.৬৮। তিন ফরম্যাটেই ৫০-এর বেশি বা সামান্য কম গড় বিরাট ছাড়া কারও নেই। খারাপ ফর্মের কারণে চলতি বছরেই টেস্টে বিরাটের ব্যাটিং গড় ৫০-এর সামান্য নীচে নেমেছে। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান ও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং গড়ই ৫০-এর বেশি। রিজওয়ান ৫৬টি ম্যাচে ৪৫ ইনিংসে ব্যাট করেছেন, তাঁর গড় বিরাটের চেয়ে সামান্য বেশি, ৫০.৩৬। ২০১০ সালের ১২ জুন কোহলির টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। তারপর তিনি ৯৯টি ম্যাচে ৩৩০৮ রান করেছেন, গড় ৫০.১২।

নজির স্পর্শের মুখে রোহিত

নজির স্পর্শের মুখে রোহিত

ভারত অধিনায়ক হিসেবে দলকে টি ২০ আন্তর্জাতিকে জেতানোর নিরিখে রোহিত শর্মা রয়েছেন বিরাট কোহলির ঠিক পরেই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ৭২টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে ৪১টিতে জিতেছিল। বিরাটের নেতৃত্বে ৫০টি টি ২০ আন্তর্জাতিকে ভারতের জয় ৩০টিতে। রোহিত ভারতকে ৩৫টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জয়ের সংখ্যা ২৯। ফলে কাল পাকিস্তানকে হারালেই বিরাটকে স্পর্শ করবেন রোহিত।

English summary
Asia Cup: Virat To Join Ross Taylor In Elite List Of Cricketers Who Have Played 100 Matches In All 3 Formats. Rohit Sharma Looks Set For New Captaincy Milestone.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X