For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: বিরাট দুরন্ত ফর্মে আবার চেনা 'কিং কোহলি'! পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল ভারত

Google Oneindia Bengali News

বিরাট কোহলি আজ এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একা কুম্ভ রক্ষা করলেন। হংকং ম্যাচে অপরাজিত ছিলেন ৫৯ রানে। আজ দুবাইয়ে উইকেটের এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ইনিংস খেলে হাঁকালেন আরও একটি হাফ সেঞ্চুরি। বিরাট যেন ফিরলেন কিং কোহলি মেজাজে। তবে ভারতীয় ইনিংসের দ্বিতীয়ার্ধে ভালো বোলিং আর সেই সঙ্গে দুরন্ত ফিল্ডিংয়ে রোহিতের দলকে দুশো পার করতে দিল না পাকিস্তান।

ভারতের ১৮১

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৮১ রান। বিরাট কোহলি শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৬০ রান। এ ছাড়া রোহিত শর্মা ২৮ (১৬), লোকেশ রাহুল ২৮ (২০), দীপক হুডা ১৬ (১৪), ঋষভ পন্থ ১৪ (১২) ও সূর্যকুমার যাদব ১৩ (১০) রান করেন। হার্দিক পাণ্ডিয়া আউট হন শূন্য রানে। ২ বলে ৮ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই।

ভালো শুরুতেও ২০০-র কমে

ভালো শুরুতেও ২০০-র কমে

টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিন আগ্রাসী মেজাজেই ব্যাটিং শুরু করে। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ারপ্লে-র ৬ ওভারে সর্বাধিক রান করার পাশাপাশি দ্রুততম দলগত ৫০ ও ১০০ রান পূর্ণ করে। ৪.২ ওভারে ৫০ রান করার পর ভারতের ১০০ আসে ১০.৪ ওভারে। ১০ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৯৩। কিন্তু এরপর ভালোই কামব্যাক করেন পাকিস্তানের বোলাররা। শেষ পাঁচ ওভারে ভারত ৪৬ রান তুলতে সক্ষম হয়, ২ উইকেট হারিয়ে। শেষ ওভারে হ্যারিস রউফের শেষ দুটি বলে দুটি চার মেরে ভারতকে ১৮০-র উপর নিয়ে যান রবি বিষ্ণোই।

একা কুম্ভ রক্ষা বিরাটের

একা কুম্ভ রক্ষা বিরাটের

বিরাট কোহলি এদিন ব্যাট করতে নামার সময় ভারতের স্কোর ছিল ৫.১ ওভারে ১ উইকেটে ৫৪। বিরাট কোহলির ফর্ম নিয়ে আর কোনও সংশয় রইল না এদিনের ইনিংসের পর। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট এসেছে তাঁর ব্যাট থেকে। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের চতুর্থ অর্ধশতরান করলেন। ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতরান। দায়িত্বশীল ইনিংস খেলে ৪৪ বলে করলেন ৬০। ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। স্ট্রাইক রেট ১৩৬.৩৬। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৯টি ম্যাচের রান এরকম- অপরাজিত ৭৮ (৬১), ৯ (১১), ২৭ (৩১), অপরাজিত ৩৬ (৩২), ৪৯ (৫১), অপরাজিত ৫৫ (৩৭), ৫৭ (৪৯), ৩৫ (৩৪) এবং আজকের ৬০ (৪৪)।

পাকিস্তানের বোলারদের পারফরম্যান্স

পাকিস্তানের বোলারদের মধ্যে সফলতম শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নাসিম শাহ, মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফ ও মহম্মদ নওয়াজ। শাহনওয়াজ দাহানি ছিটকে যাওয়ায় আজ হাসনাইনকে দলে নিয়েছে পাকিস্তান। হাসনাইন অবশ্য এশিয়া কাপের দলে এসেছিলেন শাহিন শাহ আফ্রিদির পরিবর্ত হিসেবে।

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচেই রোহিতকে টপকালেন বিরাট! বিশ্বরেকর্ডের ফাঁকে কিং কোহলির একাধিক নজিরএশিয়া কাপে পাকিস্তান ম্যাচেই রোহিতকে টপকালেন বিরাট! বিশ্বরেকর্ডের ফাঁকে কিং কোহলির একাধিক নজির

English summary
Asia Cup: India Set The Target Of 182 Runs For Pakistan In Super 4 Match. Virat Kohli Top Scorer For India By Smashing Consecutive 50s.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X