For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত সৌরভের মন্তব্যেই পড়তে চলেছে শিলমোহর! এশিয়া কাপ নিয়ে কী সিদ্ধান্ত জেনে নিন

শেষ পর্যন্ত সৌরভের মন্তব্যেই পড়তে চলেছে শিলমোহর! এশিয়া কাপ নিয়ে কী সিদ্ধান্ত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর।সেই আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল।যার প্রেক্ষিতে শুরু থেকেই পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলবে না বলে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল।

কী সিদ্ধান্ত হল

কী সিদ্ধান্ত হল

শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান নয় এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই হতে চলেছে।

সৌরভের মন্তব্যেই পড়তে চলেছে শিলমোহর!

সৌরভের মন্তব্যেই পড়তে চলেছে শিলমোহর!

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এশিয়া কাপের ভেন্যু নিয়ে প্রশ্ন করা হলে মহারাজ বলেছিলেন, 'ভারত-পাকিস্তান দুই দেশই এশিয়া কাপে খেলবে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সম্ভবত দুবাইয়ে ম্যাচ হবে।' বিসিসিআই প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই পাক ক্রিকেট বোর্ডের চোয়ারম্যান এহসান মানি সৌরভের মন্তব্যকেই শেষ ধরে না নেওয়ার দাবি করেন।

পাল্টা এহসান বলেছিলেন, 'এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বৈঠক এখনও বাকি।' পরে দুবাইয়ে ৩ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক করোনা আতঙ্কের জন্য বাতিল হয়। তবে এখন অবশ্য ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরছে স্পষ্ট করে দিলেন মানি। নিরপেক্ষ কোন ভেন্যুতে টুর্নামেন্ট তার কোনও ইঙ্গিত মানি করেননি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট দুবাইতে হলে সৌরভের মন্তব্যেই শিলমোহর পড়তে চলেছে!

মানি যা বলেছেন

মানি যা বলেছেন

ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানি বলেছেন, ' এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য সদস্যের কথাও আমাদের ভাবতে হয়। ভারত পাকিস্তানে আসবে না বলে জোর করে টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটার পক্ষপাতী নই। নিরপেক্ষ ভেন্যুতেই টুর্নামেন্ট হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট কী সেপ্টেম্বরেই? উত্তরে মানি বলেন চলতি মাসের শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তানের কারণে ভারত থেকে টুর্নামেন্ট সরেছিল

পাকিস্তানের কারণে ভারত থেকে টুর্নামেন্ট সরেছিল

অতীত বলছে ২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। সেবার ভারতে এসে পাকিস্তান টুর্নামেন্ট খেলতে না চাওয়ার কারণে টুর্নামেন্টটি সরিয়ে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে আয়োজন করা হয়েছিল।

কেন পাকিস্তানে না, কারণ ১

কেন পাকিস্তানে না, কারণ ১

২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার হয়েছিল। এরপর ১০ বছর পর পরিস্থিতি পাল্টেছে। ১০ বছর পর পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল টেস্ট খেলে এসেছে। পরবর্তী সময়ে বাংলাদেশ দলও পাক ভূমিতে ওডিআই সিরিজে খেলেছে। তবে দুই ক্ষেত্রেই দুই দলের প্রথম সারির ক্রিকেটাররা কেউ খেলেননি।

কারণ ২

কারণ ২

নিরাপত্তার ইস্যুর পাশাপাশি ২০১৯ সালে ভারতের কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলা উত্তর সময়ে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের অবনতি কারণে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে ২০০৮ সালে মুম্বই হামলার পর শেষবার ২০১২ সালে শেষবার দুই দলের মধ্য়ে দিপাক্ষিক সিরিজ হয়েছিল। তারপর থেকে দুই দেশের সম্পর্কের ঘাত প্রতিঘাতের কারণে আন্তর্জাতিক মঞ্চ ছাড়া দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ।

English summary
Asia Cup update: PCB chief Ehsan Mani admits Asia Cup will held at neutral venue, Sourav Ganguly said it eariler
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X