For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নজরে এশিয়া কাপের ইতিহাসে সব থেকে কম রানের পাঁচ ইনিংস

এক নজরে এশিয়া কাপের ইতিহাসে সব থেকে কম রানের পাঁচ ইনিংস

Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ ২০২২। প্রথম ম্যাচটিই হয়েছে লো স্কোরিং। অঘটন ঘিটেয়ে ফেলেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৮ উইকেটে হারায় আফগান বাহিনী। শ্রীলঙ্কার ইনিংস ১০৫ রানে গুটিয়ে যায়। ১০.১ ওভারে ১০৬ রান তুলতে আফগানিস্তান হারায় মাত্র দু'টি উইকেট। ভানুকা রাজাপক্ষ সর্বাধিক ৩৮ রান করেন শ্রীলঙ্কার হয়ে। আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ফজলহক ফারুকি। মহম্মদ নবি এবং মুজীব উর রহমান দুইটি করে উইকেট পান। এক নজরে এশিয়া কাপে সব থেকে পাঁচটি কম রানের ইনিংস।

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, এশিয়া কাপ ২০২২:

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, এশিয়া কাপ ২০২২:

। প্রথম ম্যাচটিই হয়েছে লো স্কোরিং। অঘটন ঘিটেয়ে ফেলেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে ৮ উইকেটে হারায় আফগান বাহিনী। শ্রীলঙ্কার ইনিংস ১০৫ রানে গুটিয়ে যায়। ১০.১ ওভারে ১০৬ রান তুলতে আফগানিস্তান হারায় মাত্র দু'টি উইকেট। ভানুকা রাজাপক্ষ সর্বাধিক ৩৮ রান করেন শ্রীলঙ্কার হয়ে। আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ফজলহক ফারুকি। মহম্মদ নবি এবং মুজীব উর রহমান দুইটি করে উইকেট পান।

ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী, এশিয়া কাপ ২০১৬:

ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী, এশিয়া কাপ ২০১৬:

২০১৬ সালের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৮১/৯ রানে। শাইমান আনওয়ার ৪৩ রান করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে। ভারতের হয়ে দুই উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি উইকেট নেয় যুবরাজ সিং এবং হরভজন সিং।

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরশাহী, এশিয়া কাপ ২০১৬:

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরশাহী, এশিয়া কাপ ২০১৬:

এশিয়া কাপ ২০১৬-তেই আরও একটি লজ্জার রেকর্ডের সাক্ষী হয় সংযুক্ত আরব আমিরশাহী। বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রানে শেষ হয়ে যায় ইউএই-এর ইনিংস। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ৪৭ রান করেন মহম্মদ মিঠুন। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান মাহমাুল্লা, মাশরাফি মোর্তাজা এবং মুস্তাফিজুর রহমান।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৬:

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৬:

২০১৬ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বাধিক ২৫ রান করেন সরফরাজ আহমেদ। ভারতের হয়ে তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দু'টি উইকেট পান রবীন্দ্র জাডেজা।

পাকিস্তান বনাম বাংলাদেশ, এশিয়া কাপ ২০০০:

পাকিস্তান বনাম বাংলাদেশ, এশিয়া কাপ ২০০০:

এশিয়া কাপ ২০০০-এ পাকিস্তানের দেওয়া ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৮৭ রানে। পাকিস্তানের হয়ে ইমরান নাজির, মহম্মদ ইউসুফ করেন ৮০ করে রান। ৭৫ রানে অপরাজিত থাকেন ইনজামাম উল হক। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮৭ রানে। সর্বাধিক ২৩ রান করেন হাবিবুল বাসার। ৩টি উইকেট পান আব্দুল রাজ্জাক বাংলােশের হয়ে। আজহার মাহমুদ পান দুই উইকেট।

পাকিস্তান বনাম বাংলাদেশ, এশিয়া কাপ ১৯৮৬:

পাকিস্তান বনাম বাংলাদেশ, এশিয়া কাপ ১৯৮৬:

১৯৮৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এশিয় কাপে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৯৪ রানে।

India vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিনIndia vs Pakistan: শেষ পাঁচ সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের লেখাঝোকা কী বলছে, জেনে নিন

English summary
Asia Cup: Top five lowest run in Asia Cup history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X