For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত বিদায় ভারতের, রোহিতদের ফাইনালের সম্ভাবনা ঝুলে অঙ্কের হিসেবে

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ থেকে কার্যত ছুটি হয়ে গেল ভারতের। সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাস্ত হওয়ার পর আজ ভারত দুবাইয়ে হেরে গেল শ্রীলঙ্কার কাছেও। ১ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল দাসুন শনাকার দল। শেষ ২ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে বল করতে এসে এদিনও হতাশ করলেন ভুবনেশ্বর কুমার, দিলেন ১৪ রান।

ভারতকে হারাল শ্রীলঙ্কা

শেষ ওভারে দরকার ৭ রান। এই ওভারে দুরন্ত বোলিং করে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন অর্শদীপ সিং। পঞ্চম বলটি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার ব্যাটে লাগেনি। কিন্তু প্রথমে ঋষভ পন্থ ও পরে অর্শদীপ রান আউট করতে না পারায় ২ রান বাই পেয়ে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলে শ্রীলঙ্কা। এই জয় তাঁদের সুপার ফোরের পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেল। কার্যত পৌঁছে দিল ফাইনালেও। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি দারুণভাবে খেলতে থাকে। ওপেনিং জুটিতেই ওঠে ৯৭ রান। আবার দ্বাদশ ওভারের প্রথম ও তৃতীয় বলে এই রানেই দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা।

দুরন্ত ব্যাটিং শনাকা-বাহিনীর

পাথুম নিসাঙ্কা ৩৭ বলে ৫২ ও চরিথ আসালঙ্কা তিন বলে শূন্য রানে যুজবেন্দ্র চাহালের শিকার হন। ১৩.৫ ওভারে দানুষ্কা গুণতিলকা (৭ বলে ১)-কে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪.১ ওভারে কুশল মেন্ডিস (৩৭ বলে ৫৭) চাহালের তৃতীয় শিকার। যদিও এরপর শ্রীলঙ্কার আর কোনও উইকেট ফেলতে পারেনি ভারত। অধিনায়ক দাসুন শনাকা ১৮ বলে ৩৩ এবং ভানুকা রাজাপক্ষ ১৭ বলে ২৫ রানে আউট হন। চাহাল ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি এবং অশ্বিন চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট দখল করেন। এর আগে, ভারত রোহিত শর্মার ৪১ বলে ৭২ ও সূর্যকুমার যাদবের ২৯ বলে ৩৪ রানের দৌলতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছিল। চামিকা করুণারত্নে ও দাসুন শনাকা দুটি করে উইকেট দখল করেন।

অঙ্কের হিসেবে ঝুলে ভারত

অঙ্কের হিসেবে ঝুলে ভারত

টানা তিনটি ম্যাচে ১৭০-এর বেশি রান তাড়া করে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শনাকার দল পা বাড়াল ফাইনালের দিকে। পাকিস্তান ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। কাল পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে টুর্নামেন্ট থেকে আফগানদের সঙ্গে ছিটকে যাবে ভারত। পাকিস্তানের নেট রান রেট ০.১২৬, ভারতের মাইনাস (-) ০.১২৫। ভারত দুটি ম্যাচের দুটিতেই হারল সুপার ফোরে। আফগানিস্তান যদি পাকিস্তানকে হারিয়ে দেয় এবং ভারত যদি আফগানিস্তানকে হারায় তাহলে নেট রান রেটে আফগানরা রোহিতদের টপকাতে পারবেন না। সেক্ষেত্রে ভারত যদি আফগানিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার বড় ব্যবধানে জেতে এবং পাকিস্তান যদি কাল আফগানিস্তান ও শুক্রবার শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলেই ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে ভারতের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। তবে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা আজই শেষ হয়ে গেল।

শিখে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

গতবারের চ্যাম্পিয়ন ভারতের এই পরাজয়ে হতাশ অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমাদের আরও কিছু বেশি রান তোলা উচিত ছিল। ১০-১৫ রান কম ছিল। কীভাবে শট খেলতে হবে, উইকেটে থেকে রান সংগ্রহ করতে হবে তা থেকে শিক্ষা নিতে হবে মিডল অর্ডার ব্যাটারদের। আমরা আগে ভালো খেলেছি। এই ধরনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের পারফরম্যান্সকে আরও উন্নত করব। দলের বোলিং নিয়ে অবশ্য সন্তুষ্ট রোহিত। আবেশকে পাওয়া যায়নি। তবে সিমারদের তুলনায় স্পিনারদের আগ্রাসী বোলিংয়ের প্রশংসা শোনা গিয়েছে ভারত অধিনায়কের গলায়। চার সিমারে নামলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো বলে উপলব্ধি রোহিতের। তবে টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন ৯০-৯৫ শতাংশ চূড়ান্ত বলে জানান তিনি। আগামী দুটি সিরিজে আরও কয়েকজনকে দেখে নিয়ে কম্বিনেশন পুরোটাই চূড়ান্ত করতে চাইছে ভারত।

English summary
Asia Cup: Sri Lanka Knocked India Out And Almost Sealed Their Spot In The Final. Chasing The Target Of 174, Pathum Nissanka And Kusal Mendis Have Scored Fifties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X