For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান, ছিটকে গেলেন ধোনি-ভক্ত পেসার

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে কাল ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে নামছে পাকিস্তান। হংকংকে ৩৮ রানে অল আউট করে ১৫৫ রানে জয় ছিনিয়ে গতকালই সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে বাবর আজমের দল। তবে রোহিত শর্মাদের বিরুদ্ধে কালকের ম্যাচে পেসার শাহনওয়াজ দাহানিকে পাচ্ছে না পাকিস্তান। এই পেসার অনিশ্চিত গোটা এশিয়া কাপেও।

ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

শাহনওয়াজ দাহানি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্ত। বছর ২৪-এর এই ক্রিকেটারের প্রশংসা করেছেন ওয়াসিম আক্রম। এমনকী গত রবিবার ভারতের বিরুদ্ধে দাহানি দলে থাকলেও সম্প্রচারকারী চ্যানেলের টিম লিস্টে দাহানির নাম না দেখে এই ভুলের জন্য কড়া সমালোচনা করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। দাহানি ভারতের বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দুটি ছয়ের সাহায্যে ৬ বলে ১৬ রান করেন। পাকিস্তান তাঁর এই ঝোড়ো ইনিংসের দৌলতে পৌঁছেছিল ১৪৭ রানে। বল হাতে সেই ম্যাচে দাহানি ৪ ওভারে ২৯ রান দেন, কোনও উইকেট পাননি। গতকাল হংকংয়ের বিরুদ্ধে তিনি একটি মেডেন-সহ ২ ওভারে ৭ রান দিয়ে ১টি উইকেট দখল করেছিলেন।

সাইড স্ট্রেইনের কারণে তিনি কাল ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না। তাঁর চোট কতটা গুরুতর সে ব্যাপারে নিশ্চিত হতে স্ক্যান-সহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আপাতত দাহানি রয়েছেন। যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখে এবং পরিস্থিতির উপর ৪৮ থেকে ৭২ ঘণ্টা নজর রেখে মেডিক্যাল টিম ঠিক করবে আদৌ দাহানি এবারের এশিয়া কাপে আর অংশ নিতে পারবেন কিনা। ইতিমধ্যেই শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। আরও এক পেসারের অনুপস্থিতি নিঃসন্দেহে পাক টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়াল। ভারতের বিরুদ্ধে কাল হাসান আলি আসতে পারেন পাকিস্তানের প্রথম একাদশে। দৌড়ে রয়েছেন মহম্মদ হাসনাইনও। শারজায় হংকং ম্যাচে বোলিংয়ের সময়ই দাহানি চোটের কবলে পড়েন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এদিকে, ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান বলেন, ভারতের বিরুদ্ধে ম্য়াচে সব সময়ই চাপ থাকে। এশিয়া তো বটেই, গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমাদের মতো ভারতের উপরও চাপ থাকবে। যে দল সাহসী ও শান্ত থাকবে জয় তারাই পাবে। সতীর্থদের বলছি, হংকং বা ভারত প্রতিপক্ষ যে-ই হোক না কেন লড়াই হবে ব্যাট-বলের। ফলে সবকিছু স্বাভাবিক রেখেই খেলতে হবে। নিঃসন্দেহে এটা একটা বড় ম্যাচ। তবে আমাদের আত্মবিশ্বাসও ভালোই রয়েছে। কঠোর পরিশ্রম করাই আমাদের হাতে, ম্যাচের ফলাফল রয়েছে উপরওয়ালার হাতে। ভালো ক্রিকেট খেলে, সকলে নিজেদের উজাড় করে দিয়ে সমর্থকদের প্রত্যাশাপূরণে ফাইনালকেই আপাতত পাখির চোখ করছে পাকিস্তান।

কল্যাণ চৌবেকে কালিমালিপ্ত করার চেষ্টা ভাইচুং ভুটিয়ার, এআইএফএফ নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর দাবিকল্যাণ চৌবেকে কালিমালিপ্ত করার চেষ্টা ভাইচুং ভুটিয়ার, এআইএফএফ নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর দাবি

English summary
Asia Cup: Setback For Pakistan Ahead Of India Match. Pacer Shahnawaz Dahani Ruled Out Due To Injury, Hasan Ali Set To Replace Him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X