For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হতেই কাঠগড়ায় বিরাট, সমালোচিত রাহুল, জোড়া নজিরে মান রাখলেন রোহিত

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে সুপার ফোরে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে ডু অর ডাই। কিন্তু সেই ম্যাচেই রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব বাদে সব ব্যাটারই ব্যর্থ হলেন। তবে জোর সমালোচনার মুখে পড়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে এরই মধ্যে পজিটিভ রোহিত শর্মার চেনা ছন্দে থাকা। এদিন ইনিংসের ফাঁকে জোড়া নজির গড়লেন রোহিত।

রোহিত ছুঁলেন বিরাটকে

রোহিত ছুঁলেন বিরাটকে

টি ২০ আন্তর্জাতিকে ৩২ বার ৫০ পেরিয়ে রোহিত শর্মাকে গত রবিবার পাকিস্তান ম্যাচে পিছনে ফেলে দেন বিরাট কোহলি। তবে বিরাটের সেই নজির এদিন স্পর্শ করে ফেললেন হিটম্যান। রোহিত শর্মা এদিন ২৮তম হাফ সেঞ্চুরি পেলেন টি ২০ আন্তর্জাতিকে। এ ছাড়া তাঁর চারটি শতরানও রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে একটি শতরান আগেই ছিল, আজ যোগ হলো অর্ধশতরান। রোহিতের ৪১ বলে ৭২ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছয়।

সচিনকে টপকে নজির

সচিনকে টপকে নজির

এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রোহিত। ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে এখন তিনিই হায়েস্ট রান-গেটার। ৩১ ম্যাচে তাঁর রান ১০১৬। সচিন তেন্ডুলকর এশিয়া কাপে ২৩টি ম্যাচে ৯৭১ রান করেছিলেন। এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে সনৎ জয়সূর্য (২৫ ম্যাচে ১২২০ রান)। তাঁর পরেই রয়েছেন কুমার সঙ্গকারা (২৪ ম্যাচে ১০৭৫ রান)। রোহিত আর ৬০ রান করলেই সঙ্গকারাকে টপকে চলে আসবেন দ্বিতীয় স্থানে। বিরাট কোহলি এশিয়া কাপে ২০টি ম্যাচে ৯২৩ রান করেছেন।

বিরাট-ব্যর্থতা

বিরাট কোহলি চলতি এশিয়া কাপে এদিনই প্রথম ব্যর্থ হলেন। তবে তাঁর মন্তব্য সম্প্রতি ভারতীয় ক্রিকেটে নয়া বিতর্কের জন্ম দিয়েছে এবং তারপরই কোহলির চার বলে শূন্য রানে সাজঘরে ফেরা। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে। পাকিস্তান ম্যাচের পর বিরাট বলেছিলেন, ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তাঁকে কোনও বার্তা দেননি। অথচ অনেকের কাছেই তাঁর ফোন নম্বর ছিল। আজ শ্রীলঙ্কা ম্যাচের আগেও তিনি ইঙ্গিতবাহী পোস্ট করেন। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দেশ যেখানে অস্তিত্বরক্ষার লড়াইয়ে নামছে তার আগে একের পর এক বড় বড় কথা বলে আখেরে তাঁর ফোকাস নষ্ট হচ্ছে এবং তাতে ভারতের ক্ষতি হচ্ছে বলেও তোপ দেগেছেন অনেকে। কয়েকটা ম্যাচে রান পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বিরাটকে এমন খোঁচা দিতেও ছাড়েননি তাঁর আচরণে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।

হতাশ করলেন রাহুল

ভারতীয় শিবিরকে টি ২০ বিশ্বকাপের আগে চিন্তায় রাখছে লোকেশ রাহুলের ফর্ম। স্পোর্টস হার্নিয়া অপারেশন ও চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে বড় রান আসেনি রাহুলের ব্য়াট থেকে। ধারাবাহিকতাও বজায় রাখতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খালি হাতে ফিরেছিলেন। হংকংয়ের বিরুদ্ধে করেন ৩৬, পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ২৮, এরপর আজ ৭ বলে ৬ রান। সোশ্যাল মিডিয়ায় তাই সমালোচিত হচ্ছেন রাহুলও। ভারতকে নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে ভাবার পরামর্শও দেওয়া হচ্ছে।

রোহিত-সূর্য বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা, এশিয়া কাপ ফাইনালের দিকে পদার্পণে শ্রীলঙ্কার টার্গেট ১৭৪রোহিত-সূর্য বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা, এশিয়া কাপ ফাইনালের দিকে পদার্পণে শ্রীলঙ্কার টার্গেট ১৭৪

English summary
Asia Cup: Rohit Sharma Overtakes Sachin Tendulkar In Elite List. Fans Fume After Rahul's Failure And Kohli's Duck.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X