For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে না থাকলেও অনুশীলন শুরু বুমরাহর, ভারতীয় দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ রবি শাস্ত্রীর

Google Oneindia Bengali News

এশিয়া কাপ খেলতে আজই দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। পাকিস্তানও পৌঁছে গিয়েছে আজই। রবিবার ভারত-পাকিস্তান ম্য়াচ। করোনা আক্রান্ত হওয়ায় আজ দলের সঙ্গে যেতে পারেননি হেড কোচ রাহুল দ্রাবিড়। তার আগে এদিনই ভারতীয় দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

আগ্রাসী ব্যাটিংয়ের পক্ষে সওয়াল

আগ্রাসী ব্যাটিংয়ের পক্ষে সওয়াল

রবি শাস্ত্রীর কোচিংয়ে গত টি ২০ বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল ভারত। যার অন্যতম কারণ ছিল ব্যাটিং বিপর্যয়। শাস্ত্রী স্টার স্পোর্টস আয়োজিত একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ভারত যে আগ্রাসী ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে খেলছে তা বদলানোর দরকার নেই। আমি যখন কোচ ছিলাম তখন নীচের দিকে ব্যাটারদের কথা চিন্তা করে টপ অর্ডারকে সাবধানী হয়ে খেলতে দেখা গিয়েছে। তবে এখন যেভাবে ব্যাটিং করছে ভারত, সেটাই সঠিক পথ। এভাবে খেলেও হারতে হতে পারে। তবে এই আগ্রাসী ব্য়াটিংয়ের মাধ্যমে যদি জয় আসতে থাকে তাহলে প্রাপ্ত আত্মবিশ্বাস বড় ম্যাচগুলিতে ইতিবাচক ভূমিকা নেবে। সেই বড় ম্যাচগুলিতেও একই রণকৌশলে নামা যেতে পারে।

বিরাট-রাহুলও পারবেন

বিরাট-রাহুলও পারবেন

বিরাট কোহলি ও লোকেশ রাহুল এশিয়া কাপে টি ২০ দলে কামব্যাক করছেন। ভারত চাইছে পাওয়ারপ্লে থেকেই আক্রমণাত্মক থেকে স্কোরবোর্ডে ঝড় তুলতে। রাহুল ও বিরাটও এই রণকৌশল অনুযায়ী খেলতে পারবেন বলে বিশ্বাস শাস্ত্রীর। তাঁর কথায়, দুজনেই অভিজ্ঞ প্লেয়ার। টি ২০ ও আইপিএলের ম্য়াচ প্রচুর খেলেছেন। ফলে মানিতে নিতে তাঁদের অসুবিধাই হবে না। ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া থাকায় দলের ব্যাটিং গভীরতাও ভালো। যদি টপ অর্ডার ব্যর্থ হয় তাহলেও মিডল বা লোয়ার অর্ডার দলকে সঠিক ট্র্যাকে আনতে সক্ষম।

হার্দিকে ভারসাম্য

হার্দিকে ভারসাম্য

ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়ার উপস্থিতি দলে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে অভিমত রবি শাস্ত্রীর। তিনি বলেন, হার্দিক দলের বাইরে থাকলে ভারসাম্যও নষ্ট হয়ে যাবে। গত টি ২০ বিশ্বকাপে আমরা বোলার হার্দিককে মিস করেছি। হার্দিকের যা ক্ষমতা তাতে অনেকেরই সেই পর্যায়ে পৌঁছানোর কোয়ালিটি নেই। হার্দিকের দিকে সতর্কভাবে নজর রাখতে হবে। টি ২০ বিশ্বকাপের আগে ভারতের যে খেলাগুলি রয়েছে তাতে হার্দিক ও জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড সঠিকভাবে ম্যানেজ করার পরামর্শও দিয়েছেন রবি শাস্ত্রী। এমনভাবে তাঁদের খেলানো দরকার যাতে চোট-আঘাতের সমস্যা এসে না দাঁড়ায়। এশিয়া কাপে টি ২০ বিশ্বকাপের মতো টস ফ্যাক্টর বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন শাস্ত্রী।

অনুশীলনে নেমে পড়লেন বুমরাহ

এদিকে, এশিয়া কাপে খেলতে না পারলেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। তিনি ইতিমধ্যেই ট্রেনিং শুরু করে দিয়েছেন। পিঠের চোট ভোগাচ্ছিল বুমরাহকে। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে এখন তাঁর রিহ্যাব চলছে। ইনস্টাগ্রামে বুমরাহ নিজের ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছেন, কোনও প্রতিবন্ধকতাই বড় নয়। উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজের পর থেকে আর দেশের হয়ে মাঠে নামেননি তিনি।

ভারত জিম্বাবোয়েকে হারিয়ে রইল তৃতীয় স্থানে, ড্রেসিংরুমে জমাটি সেলিব্রেশন! চাপে ওয়েস্ট ইন্ডিজ ভারত জিম্বাবোয়েকে হারিয়ে রইল তৃতীয় স্থানে, ড্রেসিংরুমে জমাটি সেলিব্রেশন! চাপে ওয়েস্ট ইন্ডিজ

English summary
Asia Cup: Ravi Shastri Says India Must Continue With Their Aggressive Batting Approach. According To Shastri, Bumrah And Hardik Need To Be Observed Very Carefully To Ensure There Is No Breakdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X