For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি এশিয়া কাপেই সমালোচকদের মুখ বন্ধ করবেন বলে নিশ্চিত শাস্ত্রী, আক্রম পাশে থেকে কী বললেন?

Google Oneindia Bengali News

এশিয়া কাপ খেলতে আজই দুবাই গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সকলের নজর থাকবে বিরাট কোহলির দিকে। ইংল্যান্ড সফরের পর পাঁচ সপ্তাহের ছুটি কাটিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ভারত-পাকিস্তান ম্য়াচেই। টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপেই বিরাটকে চেনা ছন্দে দেখা যাবে বলে আশাবাদী রবি শাস্ত্রী ও ওয়াসিম আক্রম।

বিরাট মুখ বন্ধ করবেন সমালোচকদের

বিরাট মুখ বন্ধ করবেন সমালোচকদের

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন, আমার সঙ্গে সম্প্রতি বিরাটের কথা হয়নি। তবে বড় প্লেয়াররা সঠিক সময়েই জ্বলে উঠতে জানেন। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখন বিরাটের কাছে এশিয়া কাপে। বিরাট যদি পাকিস্তানের বিরুদ্ধে একটা অর্ধশতরান পেয়ে যান, তাহলেই সকলের মুখ বন্ধ হয়ে যাবে। একটা ইনিংসই ফারাক গড়ে দেবে। বিরাটের মধ্যে রানের খিদে একইরকম আছে। দরকার শুধু একটা ইনিংসের। আগে কী হয়েছে তা ইতিহাস। কেন না, সাধারণ মানুষ আগের কথা খুব বেশিদিন মনে রাখেন না।

কোহলির উচ্ছ্বসিত প্রশংসা শাস্ত্রীর

কোহলির উচ্ছ্বসিত প্রশংসা শাস্ত্রীর

শাস্ত্রী আরও বলেন, ভারতীয় দলে একজন ক্রিকেটারও নেই যিনি বিরাট কোহলির চেয়ে ফিট। বিরাট অনেকটা মেশিনের মতো। বিরাট যদি নিজের লক্ষ্যপূরণে ফোকাস স্থির থাকেন তাহলে তাঁর ফর্মে ফিরতে শুধু একটা ইনিংস লাগবে। বিরাট কোহলি ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটারই শুধু নন, তিনি যেভাবে অনুশীলন করেন তাঁর কর্মপদ্ধতি ও কাজ করার পরিকল্পনার ধারেকাছে কেউ আসতে পারবেন না। কোহলি সেরা ফর্মে ফিরবেনই। তাঁর খিদে এবং প্যাশন অবিশ্বাস্য।

পাশে দাঁড়ালেন ওয়াসিম

পাশে দাঁড়ালেন ওয়াসিম

স্টার স্পোর্টস আয়োজিত সাংবাদিক বৈঠকে শাস্ত্রীর মতো বিরাটের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম। ভারতে মিডিয়ার একাংশ ও ক্রিকেটপ্রেমীরা যেভাবে বিরাটের সমালোচনা করছেন তাকেও সমর্থন করছেন না তিনি। আক্রম বলেন, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটভক্তদের অনেক পোস্ট দেখছি বিরাট কোহলিকে নিয়ে। ফ্যানেরাই হোন বা সংবাদমাধ্যম বা যে কেউ অহেতুক বিরাটকে আক্রমণ করা হচ্ছে। মনে রাখতে হবে যাঁকে নিয়ে নানা কথাবার্তা বলা হচ্ছে মাত্র ৩৩ বছর বয়সেই তিনি বিশ্বের অন্যতম সেরাদের একজন।

আক্রমের আশা

আক্রমের আশা

আক্রম বিরাটের চেনা ছন্দে প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত হলেও চাইছেন না সেটা হোক পাকিস্তানের বিরুদ্ধে। আক্রমের কথায়, বিরাট অসাধারণ মানের ক্রিকেটার। সব ফরম্যাটে ব্যাটিং গড় ৫০, এখনও দারুণ ফিট। ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার। ফর্ম সাময়িক, ক্লাস চিরকালীন। আমি নিশ্চিত বিরাট ভালোভাবেই কামব্যাক করবেন, রান পাবেন। তবে আমি চাইব না সেটা পাকিস্তানের বিরুদ্ধে হোক। কিন্তু বিরাট রানে ফিরবেনই।

হাঁটু প্রতিস্থাপনের পর মাউন্ট এভারেস্টে, ৬৮ বছরেও নিয়ম করে ট্রেক! কীভাবে মিথ ভাঙলেন অনিল?হাঁটু প্রতিস্থাপনের পর মাউন্ট এভারেস্টে, ৬৮ বছরেও নিয়ম করে ট্রেক! কীভাবে মিথ ভাঙলেন অনিল?

English summary
Ravi Shastri And Wasim Akram Bat For Virat Kohli Ahead Of Asia Cup. Virat Will Return To Competitive Cricket After A Five-Week Break.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X