For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে নজির, সাউদিকে টপকে এলিট লিস্টে শাকিবকে ধাওয়া রশিদ খানের

Google Oneindia Bengali News

এশিয়া কাপের ম্যাচে আজ শারজায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন নজির গড়লেন রশিদ খান। তিনি নিয়েছেন তিনটি উইকেট। সেই সুবাদে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার দুই নম্বরে উঠে এলেন আফগান স্পিনার। টপকে গেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট রয়েছে শাকিব আল হাসানের।

রশিদ টপকালেন সাউদিকে

রশিদ টপকালেন সাউদিকে

আজ বাংলাদেশ ইনিংসে ৬টি উইকেটই গিয়েছে স্পিনারদের ঝুলিতে। রশিদ খান ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। মুশফিকুর রহিম, আফিফ হোসেন ও মাহমুদুল্লাহকে আউট করেন রশিদ। এর ফলে কেরিয়ারের ৬৮তম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে তাঁর শিকারের সংখ্যা বেড়ে হয় ১১৫। টিম সাউদি ৯৫টি টি ২০ আন্তর্জাতিক খেলে ১১৪টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা রয়েছেন তালিকার চার নম্বরে। তিনি ৮৪টি টি ২০ আন্তর্জাতিকে ১০৭টি উইকেট দখল করেছেন। নিউজিল্যান্ডের ঈশ সোধি ৭৬টি টি ২০ আন্তর্জাতিকে ৯৯টি উইকেট পেয়েছেন।

দখলে একাধিক নজির

দখলে একাধিক নজির

রশিদ খানের টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল ২০১৫ সালে। ৫৩টি টি ২০ আন্তর্জাতিক খেলেই তিনি শততম উইকেটটি পেয়ে যান। টি ২০ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭৫টি। এই ফরম্যাটে আর কোনও স্পিনারের এত বেশি উইকেট নেই। সুনীল নারিনের চেয়ে তিনি ১২টি উইকেট বেশি নিয়েছেন টি ২০ ফরম্যাটে। রশিদ এখন টি ২০ ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন দুইয়ে। ডোয়েইন ব্র্যাভোর ৬০৪টি উইকেটের পরেই।

শাকিবের সঙ্গে ব্যবধান কমাচ্ছেন

শাকিবের সঙ্গে ব্যবধান কমাচ্ছেন

টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির এখনও রয়েছে শাকিব আল হাসানের দখলে। শাকিব এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। শততম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে আজ শাকিব মাত্র একটি উইকেট পেয়েছেন। এতে তাঁর উইকেট সংখ্যা বেড়ে হয়েছে ১২২। শাকিব আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভার বল করেছেন, ১৩ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। রহমানুল্লাহ গুরবাজ স্টাম্প আউট হন শাকিবের বলে।

স্পিনারদের দাপট

স্পিনারদের দাপট

আজ বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়েছিল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে পৌঁছায় মোসাদ্দেক হোসেনের ৩১ বলে অপরাজিত ৪৮ রানের দৌলতে। রশিদ খানের পাশাপাশি মুজিব উর রহমান তিনটি করে উইকেট নেন। বাংলাদেশ বোলাররা আফগানিস্তানের উপর চাপ বজায় রেখেছিলেন অনেকক্ষণ। যদিও ১৮.৩ ওভারেই আফগানরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাজিবুল্লাহ জারদান ১৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকায়। ম্যাচের সেরা মুজিব।

English summary
Asia Cup: Rashid Khan Overtakes Tim Southee To Secure The Second Spot In The List Of Most Wickets In T20Is. Shakib Al Hasan Is At The Top Of The List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X