For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপের সুপার ফোরে অপরাজেয় শ্রীলঙ্কা, ফাইনালের আগে পাকিস্তানকে হারিয়ে বাড়াল আত্মবিশ্বাস

Google Oneindia Bengali News

এশিয়া কাপে সুপার ফোরে সব কটি ম্যাচ জিতেই ফাইনাল খেলতে নামবে শ্রীলঙ্কা। আফগানিস্তান, ভারতকে হারানোর পর সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিল দাসুন শনাকার দল। রবিবার ফাইনালে বাবর আজমদের বিরুদ্ধে নামার আগে তাই দারুণভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল শ্রীলঙ্কা। আজ দুবাইয়ে লো স্কোরিং ম্যাচ শ্রীলঙ্কা জিতল ৫ উইকেটে, ১৮ বল বাকি থাকতেই।

পাকিস্তান ১২১

পাকিস্তান ১২১

টস জিতে শ্রীলঙ্কা কোনও ঝুঁকি না নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। পাকিস্তান ১৯.১ ওভারে ১২১ রানে অল আউট হয়ে যায়। দুটি চারের সাহায্যে ২৯ বলে সর্বাধিক ৩০ রান করেন বাবর আজম। বিশ্বের ১ নম্বর ব্যাটার তথা পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান ওপেন করতে নেমে ১৪ বলে ১৪ রান করেন। ফখর জামান ও ইফতিকার আহমেদ- দুজনেই ১৩ রান করেন। খুশদিল শাহ ৪, উসমান কাদির ৩ ও হ্যারিস রউফ ১ রান করেন। আসিফ আলি ও হাসান আলি খাতা খুলতে পারেননি। ১৮ বলে ২৬ রান করেন মহম্মদ নওয়াজ। শ্রীলঙ্কার সফলতম বোলার ওয়ানিন্দু হাসারঙ্গা চার ওভারে ২১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। মাহিশ থিকশানা ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। অভিষেক ম্যাচে প্রমোদ মাদুশান ২.১ ওভারে ২১ রান খরচ করে পান ১ উইকেট। ধনঞ্জয় ডি সিলভা ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন।

শুরুতে ধাক্কা খেল শ্রীলঙ্কা

শুরুতে ধাক্কা খেল শ্রীলঙ্কা

জবাবে খেলতে নেমে বেকায়দায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারের দ্বিতীয় বলে কুশল মেন্ডিস দলের ১ রানের মাথায় আউট হন। তিনি শূন্য রানে মহম্মদ হাসনাইনের শিকার। এরপর ২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে হ্যারিস রউফ তুলে নেন দানুষ্কা গুণতিলকাকে। চার বল খেলে তিনিও খাতা খুলতে পারেননি। পঞ্চম ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি সিলভার উইকেটটিও তুলে নেন রউফ। ২৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর শ্রীলঙ্কার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন পাথুম নিসঙ্কা ও ভানুকা রাজাপক্ষ। ১১.৩ ওভারে দলের ৮০ রানের মাথায় ভানুকা উসমান কাদিরের বলে আউট হন, ১৯ বলে ২৪ রান করেন তিনি। ১৬.২ ওভারে শ্রীলঙ্কার পঞ্চম উইকেট যখন পড়ে তখন জয়ের জন্য দরকার ৯ রান। ১৬ বলে ২১ রান করে অধিনায়ক দাসুন শনাকা হাসনাইনের দ্বিতীয় শিকার হন।

নিসঙ্কার দুরন্ত ব্যাটিং

নিসঙ্কার দুরন্ত ব্যাটিং

একদিকে যখন উইকেট পড়ছে তখন উইকেটের অন্য প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন পাথুম নিসঙ্কা। ভারতের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকানোর পর চলতি এশিয়া কাপে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি করে অপরাজিত থাকেন নিসঙ্কা। ৪১ বলে পূর্ণ করেন এদিনের অর্ধশতরান। তাঁর ৪৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও একটি ছয়। ওয়ানিন্দু হাসারঙ্গা ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারার পর থেকে টানা চারটি ম্যাচ জিতল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশকে হারানোর পর সুপার ফোরের সব ম্যাচেই জয় পেল শ্রীলঙ্কা। যা রবিবাসরীয় ফাইনালের আগে শ্রীলঙ্কার আত্নবিশ্বাস বাড়িয়ে দিল। অধিনায়ক দাসুন শনাকার জন্মদিনে এল ৫ উইকেটে জয়।

ফাইনালের আগে শ্রীলঙ্কার স্বস্তি

ফাইনালের আগে শ্রীলঙ্কার স্বস্তি

পাকিস্তান এদিন নাসিম শাহকে বিশ্রাম দিয়েছিল। শাদাব খানের ফিটনেসজনিত সমস্যা থাকায় আজকের ম্যাচে খেলানো হয়নি। তবে তিনি ফাইনালে খেলতে পারবেন বলে জানিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের বোলারদের মধ্যে মহম্মদ হাসনাইন ৩ ওভারে ২১ ও হ্যারিস রউফ ৩ ওভারে ১৯ রান দিয়ে দুটি করে উইকেট নেন। চার ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট পান উসমান কাদির। ম্যাচের সেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। পাকিস্তান অধিনায়ক পরাজয়ের জন্য দায়ী করেছেন ব্যাটিংকে, বিশেষ করে পাওয়ারপ্লে-র ওভারের ব্যাটিংকে। এই হার থেকে শিক্ষা নিয়ে ফাইনালের রণকৌশল ঠিক করবে পাকিস্তান। শ্রীলঙ্কার অধিনায়ক জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন বোলারদেরই।

বিরাট কোহলির সই করা ব্যাট পেয়ে আপ্লুত পাকিস্তানের ক্রিকেটপ্রেমী, ৫ লাখ দিরহামেও বেচবেন নাবিরাট কোহলির সই করা ব্যাট পেয়ে আপ্লুত পাকিস্তানের ক্রিকেটপ্রেমী, ৫ লাখ দিরহামেও বেচবেন না

English summary
Asia Cup: Pathum Nissanka's Unbeaten Fifty Secured Sri Lanka's Win Over Pakistan Ahead Of Final. Sri Lanka Have Won All The Four Matches After Being Defeated By Afghanistan In The First Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X