For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: রবি বিষ্ণোইয়ের প্রশংসা ইরফান পাঠানের, রোহিতের অধিনায়কত্বের কোন বিষয়টি নজর কেড়েছে?

Google Oneindia Bengali News

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে ভারত। কাল গুরুত্বপূর্ণ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১ বল বাকি থাকতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারলেও বেশ কিছু ইতিবাচক দিক উঠে এসেছে। তার মধ্যে অন্যতম রবি বিষ্ণোইয়ের বোলিং। দীপক হুডাকে গিয়ে রোহিত শর্মা বোলিং না করালেও হিটম্যানের ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন ইরফান পাঠান।

বোলারদের প্রশংসা পাঠানের

বোলারদের প্রশংসা পাঠানের

পাকিস্তান ম্যাচে ভারতের যে তরুণ দুই বোলার নজর কেড়েছেন তাঁরা হলেন অর্শদীপ সিং ও রবি বিষ্ণোই। পাঠান স্টার স্পোর্টসের অনুষ্ঠানে বলেন, বোলিং বিভাগে আরও উন্নতির প্রয়োজন নিশ্চিতভাবেই রয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে ভারত যথেষ্ট ভালো বোলিং করেছে। বিশেষ করে রবি বিষ্ণোই। এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচ। তার উপর প্রতিপক্ষ পাকিস্তান। ফলে বিষ্ণোইয়ের উপর ভালোই চাপ ছিল। কিন্তু পাওয়ারপ্লেতে তিনি যেভাবে বোলিং করেছেন এবং বাবর আজমের উইকেটটি তুলে নিয়েছেন তা অনবদ্য। পাকিস্তান ম্যাচে ভারতের বোলারদের উপর চাপ ভালোই থাকে। সেই চাপ বিষ্ণোই দারুণ দক্ষতার সঙ্গেই সামলেছেন।

অনবদ্য বিষ্ণোই

অনবদ্য বিষ্ণোই

ভারতীয় দলের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন থাকলেও আবেশ খানের অনুপস্থিতিতে রবি বিষ্ণোইকে সুযোগ দেয় ভারত। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞদের অনেকে সংশয়ীও ছিলেন। কিন্তু দলের আস্থার মর্যাদা দিয়ে বিষ্ণোই ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। তাঁর তিন ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। একটি ওভারে শুধু একটি ছক্কা আসে। বিষ্ণোই ৮টি ডট বলও করেছেন, ইকনমি ৬.৫০ গতকাল ভারতের বোলারদের মধ্যে সেরা। অর্শদীপ সিং ৩.৫ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ১৯তম ওভারে বল করতে গিয়ে ১৯ রান দিলে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৪০ রান খরচ করে একটি উইকেট। হার্দিক পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট পেলেও ৪ ওভারে রান দেন যথাক্রমে ৪৪ ও ৪৩। তা সত্ত্বেও দীপক হুডাকে বল করতে ডাকেননি রোহিত। রোহিতের এই সিদ্ধান্ত অনেকের বোধগম্য হচ্ছে না।

রোহিতের অধিনায়কত্ব

রোহিতের অধিনায়কত্ব

ইরফান পাঠান প্রশংসা করেছেন রোহিত শর্মার অধিনায়কত্বের। তিনি বলেন, একজন অধিনায়ককে দুটি মাপকাঠিতে বিচার করা যায়। নতুন বোলারদের তিনি কেমন ব্যবহার করছেন এবং প্রথমে ব্যাট করার পর বোলারদের কীভাবে আক্রমণে আনছেন। এই নিরিখে রোহিত আমার মতে অসাধারণ অধিনায়ক। বোলারদের তিনি দারুণভাবে ব্যবহার করেন, কোন সময়ে কাকে ব্যবহার করা উচিত সেটা নিশ্চিত করার ক্ষেত্রে হিটম্যানের পারদর্শিতার প্রশংসা করেছেন পাঠান।

ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার

ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার

ইরফান পাঠান বলেন, পাকিস্তানের বিরুদ্ধে পাওয়ারপ্লেতে বল করতে এসে বিষ্ণোই উইকেট পাওয়ার পর তিনি পরের ওভারটির জন্য অপেক্ষা করান। একটানা বোলিং করাননি। বিষ্ণোই যেহেতু আলাদা ধরনের বোলার, ফলে তাঁকে যুজবেন্দ্র চাহালের পরের ওভারের আবার আক্রমণে আনেন। সাধারণ লেগ স্পিনারদের থেকে বিষ্ণোই আলাদা ধরনের। সাইড আর্ম বোলিং করেন না, ফলে তাঁর বল বুঝে ব্যাট করাটা পাকিস্তানের ব্যাটারদের পক্ষে সহজ ছিল না। এ কারণে বিষ্ণোই নিজের প্রথম দুই ওভারে মাত্র ৮ রান দেন। সবমিলিয়ে রোহিত দারুণভাবে দল পরিচালনা করছেন। এরপর জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেলরা চলে এলে ভারত আরও ভালো খেলবে। টি ২০ বিশ্বকাপের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

এশিয়া কাপে ভারতকে হারিয়েই হাসপাতালে পাকিস্তানের তারকা, চোট পেয়ে বাড়ালেন উদ্বেগএশিয়া কাপে ভারতকে হারিয়েই হাসপাতালে পাকিস্তানের তারকা, চোট পেয়ে বাড়ালেন উদ্বেগ

English summary
Asia Cup: Irfan Pathan Says Ravi Bishnoi Has Handled The Pressure Very Well Against Pakistan. Pathan Also Commended Rohit Sharma’s Captaincy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X