For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার, আবেশ খানের পরিবর্ত হিসেবে ডাক পেলেন কে?

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে সমস্যা পিছু ছাড়ছে না ভারতকে। জ্বরের কারণে পাকিস্তান ম্যাচে খেলতে পারেননি আবেশ খান। মনে করা হচ্ছিল আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন। কিন্তু তা তো হলোই না, এশিয়া কাপ থেকে অসুস্থতার কারণে ছিটকে গেলেন আবেশ। তাঁর পরিবর্ত হিসেবে ডাক পেলেন দীপক চাহার। চাহার চোট সারিয়ে দীর্ঘদিন পর কামব্যাক করেছিলেন জিম্বাবোয়ে সফরে।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার

এখনও অবধি বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে আবেশ খানের ছিটকে যাওয়া প্রসঙ্গে কিছু জানানো হয়নি। আবেশ খান চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছিলেন। হংকং ম্যাচে তিনি ৫৩ রান খরচ করে একটি উইকেট পান। এরপর থেকেই জ্বর হওয়ায় তিনি পাকিস্তান ম্যাচে নামতে পারেননি। আজ টসের সময় ভারত অধিনায়ক আবেশকে নিয়ে কিছু না বললেও তিনি যে খেলছেন না তা স্পষ্ট হয় রোহিত যখন বলেন, দলে একটাই পরিবর্তন হয়েছে। রবি বিষ্ণোইয়ের জায়গায় খেলছেন রবিচন্দ্রন অশ্বিন।

আইপিএলে নজরকাড়া পেসার আবেশ দেশের হয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিকটি খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর চলতি বছরের আইপিএলেও তিনি ভালোই পারফর্ম করেন। আবেশ ১৫টি টি ২০ আন্তর্জাতিক খেলে ১৩টি উইকেট পেয়েছেন। ২টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ৩। চোটের কারণে জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেলের অনুপস্থিতিতে আবেশ সুযোগের সদ্ব্যবহার করছিলেন। টি ২০ বিশ্বকাপের দলে থাকার লক্ষ্যে নিজেকে উজাড় করেও দিচ্ছিলেন। কিন্তু অসুস্থতাই তাঁর পরিকল্পনা ও প্রস্তুতিতে ধাক্কা দিল।

এশিয়া কাপে ভুবনেশ্বর কুমার ছাড়া ভারতের পেস বোলিং আক্রমণ অনভিজ্ঞই দেখাচ্ছে। এই পরিস্থিতিতে দীপক চাহার দলে এলে সেই সমস্যা কিছুটা মিটবে। জিম্বাবোয়ে সফরে সব ম্যাচ খেলেননি চাহার। সেটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বলে জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অনেক দিন পর ভারতের টি ২০ দলে চাহারের ফেরা নিঃসন্দেহে গুরত্বপূর্ণ। চাহার এখনও টি ২০ বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনাতেও রয়েছেন। এশিয়া কাপে চেনা মেজাজে নিজেকে চাহার মেলে ধরলে তাঁর টি ২০ বিশ্বকাপের দলে থাকার লক্ষ্যও পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। চাহার প্রথম একাদশে থাকলে ভারতের ব্য়াটিং গভীরতাও বাড়বে। তিনি ৯টি একদিনের আন্তর্জাতিকে ১৫টি এবং ২০টি টি ২০ আন্তর্জাতিকে ২৬টি উইকেট পেয়েছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর দুটি অর্ধশতরানও রয়েছে। গত ফেব্রুয়ারিতে তিনি শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেছেন।

English summary
Asia Cup: Indian Pacer Avesh Khan Has Been Ruled Out Due To Illness. Deepak Chahar Has Been Drafted In.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X