For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ফাইনাল শাদাবের দুঃস্বপ্ন! স্টেডিয়ামে ঢুকতে বাধা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, তদন্ত দাবি

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ ফাইনালে দুবাইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে জমজমাট টক্কর চলছে। পাকিস্তানের সামনে ১৭১ রানের টার্গেট রেখেছে শ্রীলঙ্কা। পরপর দুই বলে আউট হয়ে গিয়েছেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। চোট সারিয়ে এই ম্যাচেই দলে ফিরেছেন পাকিস্তানের শাদাব খান। তার কাছে এদিনের ফাইনাল দুঃস্বপ্ন হয়ে রইল।

এশিয়া কাপ ফাইনাল শাদাবের দুঃস্বপ্ন

শ্রীলঙ্কা যেভাবে খেলছিল তাতে তাদের ১২০ রানের মধ্যে বেঁধে ফেলার পরিকল্পনা ছিল পাকিস্তানের। সে কথা স্বীকার করেছেন নাসিম শাহ। কিন্তু তা হলো না খারাপ ফিল্ডিংয়ের জন্য। সর্বাধিক রান করা ভানুকা রাজাপক্ষর ক্যাচ পড়ল। সেই সঙ্গে আরও ক্যাচ মিস ও খারাপ ফিল্ডিং সুবিধা করে দিল দাসুন শনাকার দলের। তারই মধ্যে ঘটতে পারত অঘটনও, যা পাকিস্তানের অস্বস্তি বাড়াতেও পারত। পাকিস্তানের অন্যতম সেরা ফিল্ডারদের একজন শাদাব খান। তিনিই কামব্যাক ম্যাচে বল হাতে মাত্র একটি উইকেট পেলেন। তবে বেশি দায়ী থাকলেন খারাপ ফিল্ডিংয়ের জন্য। শাদাবের হাত থেকে পড়ল দুটি ক্যাচ, তার মধ্যে একটি আবার ডেথ ওভারে ছক্কাও হয়ে গেল!

প্রথমে একটি ওভারথ্রো বাঁচাতে গিয়ে পা পিছলে যায় শাদাবের। বল এসে লাগে তাঁর মাথায়। পাকিস্তান ফিজিও মাঠে গিয়ে কনকাসন টেস্ট নেন। এরপর শাদাব উঠে দাঁড়িয়ে নিজের পুরো বোলিং কোটা পূর্ণ করেন। এরপরই হ্যারিস রউফের বলে তিনি ভানুকা রাজাপক্ষর ক্যাচ ফেলেন। বলটি অনেক উঁচুতে ওঠার পর তার গতিপথ আঁচ করতে পারেননি শাদাব। যার ফায়দা তুলে ঝোড়ো ইনিংস খেলে ভানুকা শ্রীলঙ্কাকে ১৭০ রানে পৌঁছে দেন। এর আগে ১৯তম ওভারে বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে শাদাবের ধাক্কা লাগে সতীর্থ আসিফ আলির সঙ্গে। এ ক্ষেত্রে শাদাবের অবশ্য খুব বেশি দোষ ছিল না। যদিও দুই সতীর্থর ধাক্কা লাগায় বল বাউন্ডারি পেরিয়ে যায়। ফের কনকানসন টেস্টের জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

এরই মধ্যে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। ভারত আর্মি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়েছে, ভারত থেকে এই সংগঠনের কয়েকজন ক্রিকেটপ্রেমী দুবাই গিয়েছেন পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল খেলা দেখতে। কিন্তু তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। ওই ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির কাছে ঘটনার তদন্ত দাবি করা হয়েছে ভারত আর্মির তরফে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত আর্মির ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে গেলেও এমন ঘটনা নজিরবিহীন।

নাসিম শাহ এশিয়া কাপে পাকিস্তানের হিরো! মায়ের জন্য কাঁদেন, বাবার হাতে কেন মার খেতেন?নাসিম শাহ এশিয়া কাপে পাকিস্তানের হিরো! মায়ের জন্য কাঁদেন, বাবার হাতে কেন মার খেতেন?

English summary
Asia Cup: Indian Cricket Fans Have Been Denied To Enter The Stadium To Watch Pakistan vs Sri Lanka Final. Pakistan's One Of The Best Fielders Shadab Khan Dropped 2 Catches And Was Hit On The Head Twice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X