For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত, বিরাটের শততম টি ২০ আন্তর্জাতিকে দুই দলের একাদশে কারা?

এশিয়া কাপে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত, বিরাটের শততম টি ২০ আন্তর্জাতিকে দুই দলের একাদশে কারা?

Google Oneindia Bengali News

এশিয়া কাপে দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচ শুরুর আগে ওয়াসিম আক্রম ও ইরফান পাঠান ক্রিকেটীয় বিশ্লেষণের সময় জানালেন, গতকাল এই মাঠেই হয়েছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ। কিন্তু স্টেডিয়ামে আজকের মেজাজটা কতটা আলাদা তা বুঝিয়ে দিচ্ছে শব্দব্রহ্মই। ভারত আজ নামছে পাকিস্তানের বিরুদ্ধে বদলার ম্যাচে। গত টি ২০ বিশ্বকাপে হারের পর এই প্রথম।

এশিয়া কাপে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত

টস জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলি আজ কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিক খেলছেন। রস টেলর ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও কেউ তিন ফরম্যাটে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেননি। সেই নজির স্পর্শ করতে চলেছেন বিরাট। ম্যাচ শুরুর আগে বিরাটকে দেখা গিয়েছে আক্রমের সঙ্গে করমর্দন করতে, ইরফান পাঠানের সঙ্গে আলিঙ্গন সেরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশায়, বিরাট কোহলি আজকের এই মাইলস্টোন ম্যাচেই ফিরুন স্বমহিমায়। এশিয়া কাপের দ্বৈরথে ভারত পাকিস্তানকে হারিয়েছে ৮টি ম্যাচে, পাকিস্তানের জয় ৫টিতে। ওয়ান ডে ও টি ২০ মিলিয়ে দুই দেশের শেষ পাঁচটি সাক্ষাতে ভারত এগিয়ে রয়েছে ৪-১ ব্যবধানে।

ভারতীয় দলে বড় চমক ঋষভ পন্থকে বাদ দিয়ে দীনেশ কার্তিককে খেলানো। রোহিত শর্মা বলেন, টস গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। কয়েক বছর এখানে খেলার অভিজ্ঞতা থেকে বলছি, রান তাড়া করাই সেরা বিকল্প। উইকেটে ঘাস রয়েছে। তার সদ্ব্যবহার করতে হবে। আমাদের এই ম্যাচে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আজকের ম্যাচে দলের বাইরে ঋষভ পন্থ। দীনেশ কার্তিক খেলছেন। আবেশ খান তৃতীয় পেসার। যদিও গৌতম গম্ভীর মনে করেন, টি ২০ বিশ্বকাপ যখন আর বেশি দূরে নেই তখন সেরা কম্বিনেশন খেলানোই উচিত। তিনি মনে করেন, এই দলে ঋষভ পন্থকে খেলানো উচিত ছিল। রবীন্দ্র জাদেজার জায়গায় খেলানো যেত দীপক হুডাকে। পন্থ বাদ পড়ায় অবাক ওয়াসিম আক্রমও।

ভারতের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে নাসিম শাহের। টস জিতলে তিনিও বোলিং নিতেন বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর কথায়, টস তো কারও হাতে নয়। আমাদের দলে অভিষেক হচ্ছে নাসিমের। তিন জোরে বোলার ও দুই স্পিনারে আমরা নামছি। পাকিস্তান দলের টিম লিস্টে প্রথমে সম্প্রচারকারী চ্যানেলে শাহনওয়াজ দাহানির নাম দেখে বিস্ময় প্রকাশ করেন আক্রম। পরে অবশ্য তাঁর নাম ভুলবশত বাদ পড়েছে জেনে আক্রম নিশ্চিন্ত হন। ফলে স্বাভাবিকভাবেই দাহানির দিকে নজর থাকছে।

ভারত- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহনওয়াজ দাহানি

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচেই বাদ ঋষভ পন্থ! দীনেশ কার্তিককে খেলানোর 'কঠিন সিদ্ধান্তে' ঝড় সোশ্যাল মিডিয়ায়এশিয়া কাপে পাকিস্তান ম্যাচেই বাদ ঋষভ পন্থ! দীনেশ কার্তিককে খেলানোর 'কঠিন সিদ্ধান্তে' ঝড় সোশ্যাল মিডিয়ায়

English summary
Asia Cup: India Won The Toss And Elected To Bowl Against Pakistan. Virat Kohli Is Playing His 100th T20I.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X