For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত-সূর্য বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা, এশিয়া কাপ ফাইনালের দিকে পদার্পণে শ্রীলঙ্কার টার্গেট ১৭৪

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলল ১৭৩ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪১ বলে সর্বাধিক ৭২। ২৯ বলে ৩৪ রান করেন সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল আউট হন ৬ রানে। বিরাট কোহলিকে খাতা খুলতে না দিয়ে তিন উইকেট নিলেন দিলশান মাদুশঙ্কা।

রোহিত-সূর্য বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা

২.৪ ওভারে ১৩ রান ওঠার ফাঁকে রাহুল ও বিরাটের উইকেট হারিয়েছিল ভারত। ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ১২.২ ওভারে ১১০ রানে। সেখান থেকে ডেথ ওভারে দ্রুত উইকেট হারানোয় ১৮০ অবধি পৌঁছাতে পারল না মেন ইন ব্লু। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪৪। ৭.১ ওভারে আসে ৫০ রান। ভারতের ১০০ রান আসে ১১.৫ ওভারে, দেড়শো পূর্ণ হয় ১৭.৩ ওভারে। রবিচন্দ্রন অশ্বিনের ৭ বলে ১৫ রান ভারতকে লড়াইয়ের জায়গায় রাখলেও নিশ্চিন্ত রাখতে দিল না। শেষ ৫ ওভারে দারুণভাবে কামব্য়াক করলেন শ্রীলঙ্কার বোলাররা। এই সময়কালে ভারত তুলল মাত্র ৪৬ রান, পড়ল চারটি উইকেট।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৫৮ বলে ৯৭ রান। যার মধ্যে রোহিতের অবদান ৩৬ বলে ৬৮, সূর্যর ২২ বলে ২৯। এরপর হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থ পঞ্চম উইকেট জুটিতে ১৯ বলে ৩০ রান যোগ করেন। কিন্তু দুজনেই বড় শট নিতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৪.২ ওভারে সূর্যকুমার যাদব আউট হয়েছিলেন দলের ১১৯ রানে। এরপর ১৭.৩ ওভারে দলের ১৪৯ রানের মাথায় হার্দিক পাণ্ডিয়া আউট হন। ১৯তম ওভারের প্রথম ও তৃতীয় বলে দীপক হুডা ও ঋষভ পন্থের উইকেট দুটি তুলে নেন মাদুশঙ্কা। হার্দিক ও পন্থ দুজনেই ১৩ বলে ১৭ রান করেন। ১৫৭ ও ১৫৮ রানে ভারতের ষষ্ঠ ও সপ্তম উইকেট পড়ে। শেষ ওভারের তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের উইকেট পেলেও শেষ বলে অশ্বিনের উইকেটটি আর নিতে পারেননি চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারঙ্গা সহজ ক্যাচ ফেলে দেওয়ায়। শেষ চার ওভারে মাত্র ৩৮ রান খরচ করেন শ্রীলঙ্কার বোলাররা।

দীপক হুডা ভাগ্যের জোরে একবার বাঁচলেও ৩ রানের বেশি করতে পারেননি। ভুবনেশ্বর কুমার শূন্য রানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম দিলশান মাদুশঙ্কা ৪ ওভারে ২৪ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। চামিকা করুণারত্নে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। দাসুন শনাকা ২ ওভারে ২৬ রান খরচ করে নেন ২ উইকেট। মাহিশ থিকশানা ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। আসিথা ফার্নান্দো ২ ওভারে ২৮ এবং ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩৯ রান খরচ করে কোনও উইকেট পাননি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হতেই কাঠগড়ায় বিরাট, সমালোচিত রাহুল, জোড়া নজিরে মান রাখলেন রোহিতশ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হতেই কাঠগড়ায় বিরাট, সমালোচিত রাহুল, জোড়া নজিরে মান রাখলেন রোহিত

English summary
Asia Cup: India Set The Target Of 174 Runs For Sri Lanka. Rohit Sharma Scored 72 Off 41 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X