For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির পর বিরাট কোহলি! ভারতের দুই প্রাক্তন অধিনায়কের জার্সি পাক পেসার হ্যারিস রউফের দখলে

Google Oneindia Bengali News

এশিয়া কাপে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ জমজমাট ছিল। দুবাইয়ে দর্শকঠাসা স্টেডিয়ামে ভারত জয় ছিনিয়ে নিয়েছে ৫ উইকেটে, ২ বল বাকি থাকতে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরের মুহূর্ত বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, বিরাট কোহলি পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে উপহার দিচ্ছেন।

উইকেটের চেয়েও বড় উপহার

পাকিস্তানের পেসার হ্যারিস রউফ গতকালের ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দেন, কোনও উইকেট পাননি। ম্যাচ হেরে গেলেও তারপর যে উপহারটি তিনি পেয়েছেন তা সযত্নেই রেখে দেবেন। হ্যারিস রউফ গতকাল ম্যাচের শেষে বিরাট কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। ভিডিওয় দেখা গিয়েছে বিরাট তাঁকে একটি জার্সি উপহার দিলেন। সেটিতে সইও করে দিচ্ছেন।

সই করা জার্সি দিলেন বিরাট

মনে করা হচ্ছে, পাকিস্তানের পেসার ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে জার্সি চেয়েছিলেন। বিরাট কোহলি সেই অনুরোধ রক্ষা করেন। দুবাই পৌঁছানোর পর ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একান্তে কথা বলতে দেখা যাচ্ছে। সৌজন্য বিনিময় হচ্ছে। ম্যাচেও গ্যালারিতে যতই উত্তেজনা থাকুক না কেন, মাঠের মধ্যে দুই দলের ক্রিকেটাররা কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে জড়াননি। দুই দলের ক্রিকেটারদের হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। আবার আম্পায়ার আউট দেওয়ার আগে প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করে খেলোয়াড়সুলভ মানসিকতা প্রদর্শনের জন্য প্রশংসিত হয়েছেন ফখর জামান। ভারতীয় ক্রিকেটাররা যেভাবে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে দেখা করে তাঁর চোটের খবর নিয়েছেন, উৎসাহিত করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের গলায়।

কোহলিকে ঘিরে আগ্রহ

বিরাট কোহলি গতকাল খেলা শুরুর আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন। ম্য়াচ চলাকালীন কোহলির সঙ্গে কথা হচ্ছিল পাক ক্রিকেটারদের। ম্যাচের শেষে পাকিস্তানের মিম তারকার সঙ্গেও করমর্দন সারেন বিরাট, কোহলিকে শুভেচ্ছা জানান মারো মুঝে মারো ভিডিও-খ্যাত ওই মিম তারকা। আর তারপর হ্যারিস রউফকে বিরাটের এই জার্সি উপহার।

ধোনিও দিয়েছিলেন জার্সি

তবে হ্যারিস রউফ এর আগে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে স্বাক্ষরিত জার্সি চেয়েছিলেন। গত টি ২০ বিশ্বকাপ চলাকালীন। ধোনি তখন ভারতীয় দলের মেন্টর। ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটাররা ধোনির সঙ্গে কথা বলেছিলেন, ছবি তুলেছিলেন। হ্যারিস চেয়েছিলেন জার্সি। তার সেই অনুরোধ রেখে ধোনি নিজের সই করা চেন্নাই সুপার কিংসের জার্সি উপহার দিয়েছিলেন হ্যারিসকে। এখন যাঁর দখলে ভারতের দুই প্রাক্তন অধিনায়কের জার্সি।

English summary
Asia Cup: Haris Rauf Gets Signed Jersey Of Virat Kohli In Dubai. MS Dhoni Also Gave Him A Signed Jersey Keeping Pak Pacer's Request.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X