For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একাদশ কেমন হতে পারে? ভুবনেশ্বরকে সতর্ক করলেন হরভজন

Google Oneindia Bengali News

এশিয়া কাপে আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে শুরু ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের অধিনায়কই প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন। গতকাল ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, শ্রীলঙ্কা-আফগানিস্তান যে উইকেটে খেলা হয়েছে আজও সেই পিচেই খেলা হবে। ফলে ওই ম্যাচ দেখেই কম্বিনেশন চূড়ান্ত করা হবে। প্রথম ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে। গরম ও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভারত কোন প্রথম একাদশ নিয়ে নামবে সেদিকেই রয়েছে সকলের নজর।

ভারতের কম্বিনেশন

সংযুক্ত আরব আমিরশাহীতে গত টি ২০ বিশ্বকাপের মতো এবারও ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারে। ফলে গুরুত্বপূর্ণ হবে টস। গতকাল টস জিতে ফিল্ডিং নিয়ে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে আফগানিস্তান। উইকেটে ঘাস থাকায় সাফল্য পেয়েছেন পেসার ফজলহক ফারুকি। আফগান স্পিনাররাও বল হাতে সফল, তবে শ্রীলঙ্কার স্পিনাররা হতাশ করেছেন, বেধড়ক ঠ্যাঙানির মুখেও পড়তে হয়েছে। এই অবস্থায় ভারত প্রথম একাদশে স্পিনার বেশি রাখবে, নাকি পেসার তা নিয়ে চর্চা চলছে। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ না দীনেশ কার্তিক, কাকে খেলানো হয় সেটাও দেখার। ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল দলে নিশ্চিত। টি ২০ বিশ্বকাপের আগে অর্শদীপ সিংকে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। ফলে রবিচন্দ্রন অশ্বিন ও আবেশ খানের মধ্যে কোনও একজন প্রথম একাদশে থাকবেন।

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন বা আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং

পাকিস্তান কাদের নিয়ে নামতে পারে?

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে পেসার-সহ বোলিং আক্রমণ নিয়ে চিন্তা নেই পাক অধিনায়ক বাবর আজমের। পাকিস্তানের ব্যাটিং শক্তিও সমীহযোগ্য। পাকিস্তানের প্রথম সাত ব্যাটারের জায়গা একরকম পাকা। সহ অধিনায়ক সাদাব খানের স্পিনসঙ্গী হতে পারেন মহম্মদ নওয়াজ। হ্যারিস রউফ, নাসিম শাহর সঙ্গে জোরে বোলার শাহনওয়াজ দাহানিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। দৌড়ে রয়েছেন আফ্রিদির পরিবর্ত হিসেবে দলে ঢোকা মহম্মদ হাসনাইন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, মহম্মদ নওয়াজ বা উসমান কাদির, শাহনওয়াজ দাহানি বা মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফ, নাসিম শাহ।

বোলারদের নিয়ে ভাজ্জি

জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল নেই। এশিয়া কাপের দলে নেই মহম্মদ শামিও। এই পরিস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ অনেকটাই নির্ভরশীল ভুবনেশ্বর কুমারের উপর। ভারতের বোলিং আক্রমণ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে হরভজন সিং বলেন, বুমরাহ ও শামির মতো দুই বড় প্লেয়ার এই দলে নেই। তাঁরা বিরাট কোহলি, রোহিত শর্মার মতোই বড় ক্রিকেটার। রোহিত ও বিরাট না থাকলে যেমন হয় তেমনটাই প্রযোজ্য শামি ও বুমরাহর না থাকার ক্ষেত্রে। বল যদি স্যুইং না করে তখন তা বোলারদের লাইন ও লেংথ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি পরিস্থিতি স্যুইং সহায়ক না হয় তখন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলাতে হবে। ভুবনেশ্বর কুমার দুই দিকেই স্য়ুইং করিয়ে থাকেন। তবে দুবাইয়ের পরিবেশ তাঁর বোলিংয়ের সহায়ক হবে না বলেই ধারণা ভাজ্জির।

কীভাবে বোলিংয়ে আসবে সাফল্য?

কীভাবে ভারতীয় বোলারদের বোলিং করা উচিত সেই প্রশ্নের উত্তরে হরভজন বলেন, লাইন ও লেংথ খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারদের রুম দেওয়া চলবে না। যদি বল স্যুইং করে তাহলে ভালো। কিন্তু তা না হলে লেংথে ফোকাস করে সঠিক জায়গায় বল ফেলে যেতে হবে। সবমিলিয়ে আজকের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ভারতের কাছে গত টি ২০ বিশ্বকাপে হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। এশিয়া কাপের দ্বৈরথে ভারত পাকিস্তানের চেয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে রয়েছে। শততম টি ২০ আন্তর্জাতিক স্মরণীয় করে রাখতে বিরাট কোহলিও ছন্দে ফিরবেন, এই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

কলকাতা ডার্বিতে পরিসংখ্যানে এগিয়ে কারা? ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথের বিস্তারিত তথ্য জানুনকলকাতা ডার্বিতে পরিসংখ্যানে এগিয়ে কারা? ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথের বিস্তারিত তথ্য জানুন

English summary
Asia Cup: Harbhajan Singh Opines Conditions Won't Allow Bhuvneshwar Kumar To Swing The Ball. Quick Look At India And Pakistan's Predicted XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X