For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থ প্রবল সমালোচিত! পাকিস্তান ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট বাড়াল চাপ, ঊর্বশীকে জড়িয়ে তৈরি মিমও

Google Oneindia Bengali News

ভারত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে পরাস্ত হওয়ার পর হারের কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর তাতেই প্রবল সমালোচনার মুখে পড়ছেন ঋষভ পন্থ। দায়িত্বজ্ঞানহীনভাবে স্যুইচ হিট মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে বসেছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানকে। এরপরই পন্থের ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন গৌতম গম্ভীর। যাতে সমর্থন করেছেন রবি শাস্ত্রী ও ওয়াসিম আক্রম।

দায়িত্বজ্ঞানহীন শট পন্থের

৯.৪ ওভারে সূর্যকুমার আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯১। পাঁচে ব্যাট করতে নামেন পন্থ, ক্রিজে তখন বিরাট কোহলি রয়েছেন। দায়িত্বশীল ব্যাটিং করে ভারতকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার সুযোগ থাকলেও সে পথে হাঁটেননি ভারতের উইকেটকিপার-ব্যাটার। ২টি চারের সাহায্যে ১২ বলে ১৪ রান করে জঘন্য শট খেলে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে ফেরেন পন্থ। ১৩.৫ ওভারে দলের ১২৬ রানের মাথায়। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল ঋষভ পন্থকে। হংকং ম্যাচে খেলেন। গতকাল দীনেশ কার্তিককে বসিয়ে পন্থকে খেলায় ভারত। তবে তিনি যেভাবে আউট হয়েছেন তা নিয়ে সরব গৌতম গম্ভীর।

সমালোচনায় গম্ভীর

গম্ভীর বলেন, পন্থ নিজেও হতাশ হবে যে শট খেলে তিনি আউট হয়েছেন। এটা তাঁর শটই নয়। লং অন বা ডিপ মিড উইকেট দিয়ে মারা উচিত ছিল তাঁর। কিন্তু তিনি তা না করে অন্যরকম শট খেলে আউট হলেন। নিজের শক্তি বুঝে তাঁর শট মারা উচিত ছিল। রিভার্স স্যুইপ পন্থের শক্তি নয়। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থরা বড় শট খেলার দিকেই মনোনিবেশ করেন। যদিও বিরাট কোহলিকে দেখে তাঁদের শেখা উচিত বলে মন্তব্য গম্ভীরের। বিশেষ করে বড় শট না খেলেও যে দারুণভাবে রানিং বিট্যুইন দ্য উইকেটসে রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন কোহলি। পন্থের আউট হওয়ার ধরন নিয়ে গম্ভীরের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওয়াসিম আক্রম ও রবি শাস্ত্রী।

অপ্রয়োজনীয় শট প্রয়োজনীয় মুহূর্তে

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, পিচ ভালো ছিল। বল ভালোভাবেই ব্যাটে আসছিল। মাঠকর্মীদের এ জন্য কৃতিত্ব দিতেই হবে। ভি-এর মধ্যে খেলে রান সংগ্রহ করছিলেন রোহিত, রাহুল-সহ বাকিরা। পন্থের উচিত ছিল নিজের স্বাভাবিক শট খেলা। বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারলে পন্থের কাছে কোনও বাউন্ডারিই বড় নয়। সেটাই তাঁর মূল শক্তি। কিন্তু পন্থ সেই ধরনের শটের প্রতি কেন ঝুঁকলেন না তা শাস্ত্রীর মতো বোধগম্য হচ্ছে না আক্রমেরও। ওয়াসিম আক্রম বলেন, পন্থ যখন ওই ধরনের শটটি খেলে আউট হলেন তখন ওই শট খেলার প্রয়োজনই ছিল না। টেস্ট ক্রিকেটেও পন্থ এই ধরনের শট খেলেন। আমি এটাও জানি, পন্থ বিশ্বের টপ প্লেয়ারদের একজন। কিন্তু এ ম্যাচে যে পরিস্থিতিতে তিনি শট খেললেন তা একেবারেই অপ্রয়োজনীয়।

বিরাটের প্রশংসা

বিরাটের প্রশংসা

স্টার স্পোর্টসের ফলো দ্য ব্লুজ অনুষ্ঠানে গৌতম গম্ভীর অবশ্য বিরাট কোহলির প্রশংসা করেছেন। তিনি বলেন, বিরাটের খেলা দেখে খুবই ভালো লাগছে। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, দীপক হুডার ব্য়াটিং অ্যাপ্রোচও আমার পছন্দ হয়েছে। তবে বিরাট কোহলি সকলের চেয়েই ভালো খেলছেন। প্রথম দুটি ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধে বিরাট যেভাবে খেলেছেন তাতে তাঁর ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ছাপ আরও স্পষ্ট হয়েছে। আশা করি, তিনি এই ফর্ম ধরে রাখতে পারবেন। এদিকে, ঊর্বশী রাউতেলাকে টেনে ঋষভ পন্থের ব্যর্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক মিম।

Asia Cup: রবি বিষ্ণোইয়ের প্রশংসা ইরফান পাঠানের, রোহিতের অধিনায়কত্বের কোন বিষয়টি নজর কেড়েছে?Asia Cup: রবি বিষ্ণোইয়ের প্রশংসা ইরফান পাঠানের, রোহিতের অধিনায়কত্বের কোন বিষয়টি নজর কেড়েছে?

English summary
Asia Cup: Gautam Gambhir, Ravi Shastri And Wasim Akram Are Unhappy Over Rishabh Pant's Shot Selection Against Pakistan. Pant Was Dismissed While Trying To Switch Hit Leg-Spinner Shadab Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X