For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপে আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান, রোহিতদের একাদশে রদবদলের সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। গতকাল শারজায় আফগানিস্তানকে লো স্কোরিং থ্রিলারে পাকিস্তান হারিয়ে দিতেই আফগানদের সঙ্গে ভারতেরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে দুই দলই আজ সান্ত্বনার জয় পেতে মুখিয়ে থাকবে। ভারতীয় দলে বেশ কয়েকটি রবদলের সম্ভাবনা রয়েছে।

টি ২০ বিশ্বকাপের দল গঠনের আগে শেষ ম্যাচ

টি ২০ বিশ্বকাপের দল গঠনের আগে শেষ ম্যাচ

শ্রীলঙ্কার কাছে ম্য়াচ হারার পর সাংবাদিকদের রোহিত শর্মা বলেছিলেন, টি ২০ বিশ্বকাপের জন্য ৯০-৯৫ শতাংশ দল প্রস্তুত। কয়েকটি জায়গার জন্য উপযুক্ত ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর ভারত চলতি মাসেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। তারপর তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যদিও আইসিসির গাইডলাইন মেনে ১৫ সেপ্টেম্বরের আগেই ঘোষণা করে দিতে হবে ভারতীয় দল।

দীপক চাহারের খেলার সম্ভাবনা

দীপক চাহারের খেলার সম্ভাবনা

অসুস্থতার কারণে আবেশ খান ছিটকে যাওয়ার পর দীপক চাহারকে টি ২০ দলে নেওয়া হয়েছে। তাঁকে আজ দেখে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত ফেব্রুয়ারিতে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলা দীপক চোটের কারণে এ বছর আইপিএলে খেলতে পারেননি। দীর্ঘ সময় মাঠের বাইরে থেকে চোট সারিয়ে তিনি কামব্যাক করেছেন জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজে। এমনিতেই এশিয়া কাপে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিষয়টি। ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংয়ের সঙ্গে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে দিয়ে বল করাতে হয়েছে। আজ ভারতের একাদশে দীপক চাহার এলে তিন বিশেষজ্ঞ পেসার নিয়েই নামতে পারবে ভারত।

ভারতের দলে পরিবর্তন?

ভারতের দলে পরিবর্তন?

ঋষভ পন্থ ব্যাট হাতে ভরসা দিতে পারছেন না। এমনকী শ্রীলঙ্কা ম্যাচে তিনি সরাসরি উইকেট ভাঙতে না পারায় রান আউটের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। পন্থের থ্রো-য় রান আউট থেকে রক্ষা পেয়ে ফাইনাল একরকম নিশ্চিতই করে ফেলে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন ধোনি থাকলে হয়তো এরকম হতো না, ভারতকে বিদায়ও নিতে হতো না। এই আবহে পন্থের জায়গা ধরে রাখা কঠিন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দীনেশ কার্তিককে দলে নিলে তিনি ফিনিশারের ভূমিকা যেমন পালন করতে পারবেন, তেমনই ভারত বিভিন্ন কম্বিনেশন নিয়ে ভাবনাচিন্তাও করতে পারবে। আজ দীনেশ কার্তিক দলে আসতে পারেন পন্থের জায়গায়। দীপক হুডার পরিবর্তে দেখে নেওয়া হতে পারে ফর্মে থাকা অক্ষর প্যাটেলকে। অক্ষরকে দুবাইয়ে ডেকে পাঠানো হয়েছিল রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে।

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক চাহার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন বা যুজবেন্দ্র চাহাল

আফগানিস্তানেরও শেষ ম্যাচ

আফগানিস্তানেরও শেষ ম্যাচ

আফগানিস্তান চলতি এশিয়া কাপে ভারতের মতোই গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছিল, আবার সুপার ফোরে দুটি ম্যাচে হেরে ছিটকেও গিয়েছে। গতকালই মহম্মদ নবির দল পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েও পরাস্ত হয়েছে। সেই ম্যাচ শেষের ২৪ ঘণ্টারও কম সময়ে ফের ম্যাচ। আফগানিস্তান টি ২০ বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে নিশ্চিতভাবেই। কিন্তু গতকালের একাদশের সকলেই আজ খেলার জন্য ফিট থাকবেন কিনা সেটাও বড় প্রশ্ন।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জারদান, করিম জানাত, নাজিবুল্লাহ জারদান, মহম্মদ নবি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফলজলহক ফারুকি।

English summary
Asia Cup: Dinesh Karthik And Deepak Chahar May Be Included In India's Starting Line Up Against Afghanistan. Both The Teams Have Been Knocked Out Of The Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X