For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের সিপি রিজওয়ান এশিয়া কাপে UAE অধিনায়ক! নতুন ইনিংস শুরু আজ কুয়েতের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

সিপি রিজওয়ান। পুরো নাম চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান। ১৯৮৮ সালে কেরলের তেল্লিচেরিতে জন্ম। ভারতে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি। সে কারণেই চাকরির সন্ধানে পাড়ি দেন সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। সেই রিজওয়ান এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নেতৃত্ব দিতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন সিংয়ের প্রশিক্ষণাধীন দেশকে।

কেরল ছাড়তেই স্বপ্নের সফর

কেরলের রঞ্জি দলে বছর দুয়েক থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি রিজওয়ান। সে কারণে ২০১৪ সালে তিনি সিদ্ধান্ত নেন চাকরি খুঁজতে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। ঘরোয়া ক্রিকেট খেলে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও ছিল। ব্যাটিং অলরাউন্ডার রিজওয়ানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছানোর পর অনেকেই তাঁর পাশে থেকেছেন। তাঁদের মধ্যে অন্যতম শারজা ক্রিকেট স্টেডিয়ামের সিইও তথা বুখাতির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খালাফ বুখাতির। তিনি রিজওয়ানকে তাঁর সংস্থায় চাকরির প্রস্তাব দেন এবং ইউএই-র ঘরোয়া ক্রিকেটে ঐতিহ্যশালী বুখাতির লিগে তাঁর দলের হয়ে খেলার সুযোগ দেন। স্বপ্নের সফরের সেই শুরু।

লক্ষ্যপূরণের দিকে

রিজওয়ান এই সুযোগ হাতছাড়া করেননি। ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ায় অবশেষে ২০১৯ সালের ২৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। নেপালের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে। দু-বছর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে শতরান করেন তিনি। কেরলের কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই প্রথম শতরান। ফলে কেরলে নিজের শহর থালাসেরির হিরো হয়ে ওঠেন রিজওয়ান। কেরলের অনূর্ধ্ব ২৫ দলের অধিনায়ককে এবার এশিয়া কাপে অধিনায়ক করেছে সংযুক্ত আরব আমিরশাহী। সবকিছু ঠিকঠাক চললে বছর ৩৪-এর সিপি রিজওয়ান টি ২০ বিশ্বকাপেও টস করতে যাবেন।

নতুন দায়িত্ব

খলিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, এটা একটা স্মরণীয় সফর। কেরলের রঞ্জি দলে ছিলাম। সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এবার সেই দলকেই নেতৃত্ব দেওয়া আমার কাছে যথেষ্ট গৌরবের। একইসঙ্গে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ভালো খেলে দেশকে সাফল্য এনে দিতে চাই। এমিরেটস ক্রিকেট বোর্ড এবং কোচকে ধন্যবাদ জানাব আমার প্রতি আস্থা দেখানোর জন্য। সেই আস্থার মর্যাদা দিতে সেরাটা দিতে বদ্ধপরিকর রিজওয়ান। ২৯টি একদিনের আন্তর্জাতিকে একটি শতরান-সহ ৭৩৬ রান করেছেন। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন সাতটি, মোট রান ১০০, সর্বাধিক স্কোর ৪৪। একদিনের আন্তর্জাতিকে বল হাতে তাঁর একটি উইকেটও রয়েছে।

নয়া ইনিংস

এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গতকাল জিতেছে হংকং। সংযুক্ত আরব আমিরশাহী আজ কুয়েত, কাল সিঙ্গাপুর ও বুধবার হংকংয়ের মুখোমুখি হবে। মূলপর্বে উঠলে সংযুক্ত আরব আমিরশাহী পড়বে ভারত ও পাকিস্তানের গ্রুপে। আর সেটা হলে ভারতের বিরুদ্ধে UAE-কে নেতৃত্ব দেবেন কেরলের রিজওয়ান। যে দলের হেড কোচ রবিন সিং। রিজওয়ান বলেন, বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ আমাদের দলের সকলের কাছে বড় মোটিভেশন। আমাদের দলে অনেক ক্রিকেটারেরই জন্ম হয় ভারতে, নয়তো পাকিস্তানে। তবে আপাতত ফোকাস রাখছি কোয়ালিফায়ারে। উল্লেখ্য, ভারতে ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ার, ময়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজাদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে রিজওয়ানের।

টি ২০ বিশ্বকাপেও ভালো করতে তৈরি

টি ২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর দল সঠিক ট্র্যাকে রয়েছে বলেও জানিয়েছেন সিপি রিজওয়ান। হেড কোচ রবিন সিং দলকে দারুণভাবে তৈরি করছেন। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সকলেই। রিজওয়ান সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক হওয়ার পর খুশি কেরলের অনেকেই। তাঁর কথায়, প্রথম যখন ক্রিকেটে পা রাখি তখন থেকে অনেকেই আমাকে সহযোগিতা করেছেন। আমার খেলা ফলো করেছেন। স্বাভাবিকভাবেই তাঁরা এখন সকলেই খুশি।

(ছবি- সিপি রিজওয়ান ফেসবুক)

English summary
Asia Cup: Chundangapoyil Rizwan Who Hails From Kerala Is Leading The UAE Squad. UAE Will Face Kuwait In Their First Match Of Qualifiers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X