For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবর আজম ব্যর্থ ভারতের বিরুদ্ধে, ভুবনেশ্বর উইকেট পেলেও কেন কৃতিত্ব দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে?

Google Oneindia Bengali News

এশিয়া কাপে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে পারছে না পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ছাড়া কেউ দাগ কাটতে ব্যর্থ। আগের সাক্ষাতে টি ২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে অধিনায়ক বাবর আজম ও রিজওয়ানের জুটিতেই এসেছিল পাকিস্তানের জয়। কিন্তু আজ বাবর ব্যর্থ। আর তার কৃতিত্ব পাচ্ছেন বিরাট কোহলি।

বাবরের উইকেট পেলেন ভুবি, কৃতিত্ব কেন বিরাটের?

ম্যাচের তৃতীয় ওভারের চতুর্থ বলে বাবর আজমকে প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর কুমার। বাবর ২টি চারের সাহায্যে ৯ বলে ১০ রান করেন। ভারত ও পাকিস্তান দুবাই পৌঁছানোর পর বিরাট কোহলি করমর্দন সেরেছিলেন বাবর আজমের সঙ্গে। এমনকী বিরাট কোহলি এক সাক্ষাৎকারে বাবরকে বর্তমানে বিশ্বের তিন ফরম্যাট মিলিয়ে সেরা ব্যাটার হিসেবেও অভিহিত করেন। আর তারপরই ব্যাট হাতে ব্যর্থ হলেন বাবর আজম। ক্রিকেটীয় যুক্তি না থাকলেও বাবর আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই কৃতিত্ব দেওয়া শুরু করেছেন বিরাট কোহলিকে।

কোনও কোনও ক্রিকেট-ভক্ত এমনও লিখেছেন যে, বিরাট কোহলি খারাপ ফর্মে রয়েছেন। তবে হাত মিলিয়ে বাবরকে সেই রোগ ট্রান্সফার করলেন কিং কোহলি। বাবরের উইকেট তাই ভুবি পেলেও আসল কারিগর হিসেবে বিরাটকেই চিহ্নিত করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, খেলার যা গতিপ্রকৃতিতে তাতে রোহিত শর্মার ভারত আজ পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেতেই পারে। ১৭.১ ওভারে পাকিস্তান সপ্তম উইকেট হারায় ১১৪ রানের মাথায়। ১২.১ ওভারে পড়েছিল তৃতীয় উইকেট। ৮৭ রানে তৃতীয়, ৯৬ রানে চতুর্থ, ৯৭ রানে পঞ্চম ও ১১২ রানে ষষ্ঠ উইকেট পড়ে। বেশিরভাগ উইকেটই ভারতীয় পেসাররা শর্ট বল করেই তুলে নিয়েছেন। মহম্মদ রিজওয়ান সর্বাধিক ৪২ বলে ৪৩ রান করেন। ফখর জামান ১০ রান করে আবেশ খানের বলে কট বিহাইন্ড হন। আম্পায়ার আউট দেওয়ার আগে তিনি মাঠ ছাড়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁর খেলোয়াড়সুলভ মানসিকতা প্রশংসিত হচ্ছে। ২২ বলে ২৮ করেন ইফতিকার আহমেদ। খুশদিল শাহ ২, আসিফ আলি ৯ ও মহম্মদ নওয়াজ ১ রান করে আউট হয়েছেন। ১৮.২ ওভারে সাদাব খান ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হলে পাকিস্তান অষ্টম উইকেট হারায় ১২৮ রানে। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ভুবনেশ্বর কুমার এখনও অবধি ৩টি এবং অর্শদীপ সিং ও আবেশ খান একটি করে উইকেট পেয়েছেন।

English summary
Asia Cup: Babar Azam Fails Against India As Bhuvneshwar Kumar Gets His Wicket. But Fans Give Credit To Virat Kohli For Transferring Bad Form To Pakistan Skipper.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X