For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট দিল শ্রীলঙ্কা! ভানুকা অপরাজিত ৭১, রউফের ৩ উইকেট

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ ফাইনালে টস গুরুত্বপূর্ণ হবে বলে ক্রিকেটার থেকে বিশেষজ্ঞ সকলেই মনে করছিলেন। শ্রীলঙ্কা জানিয়ে দেয় প্রথমে ব্যাট করতেও তারা প্রস্তুত। আজ টস জেতে পাকিস্তান। ফিল্ডিং নেন বাবর আজম। প্রথম ওভারে ধাক্কা খেলেও তা সামলে নিয়ে শেষ অবধি পাকিস্তানের সামনে ১৭১ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষ ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। হ্যারিস রউফ নেন তিন উইকেট।

শুরুতে ধাক্কা

শুরুতে ধাক্কা

পাওয়ারপ্লে-তে তিন উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ৬ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৪২ রান। প্রথম ওভারের তৃতীয় বলে দলগত ২ রানে কুশল মেন্ডিস গোল্ডেন ডাক-সহ সাজঘরে ফেরেন। নাসিম শাহের প্রথম বল খেলতে গিয়েই বোল্ড হয়ে যান তিনি। ৩.২ ওভারে ২৩ রানের মাথায় ফেরেন পাথুম নিসঙ্কা। শ্রীলঙ্কার ফর্মে থাকা এই ওপেনার ১১ বলে ৮ রান করে হ্যারিস রউফের শিকার হন। ৫.১ ওভারে ৩৬ রানের মাথায় শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ে। ৪ বলে ১ রান করে হ্যারিস রউফ বোল্ড হয়ে যান রউফের বলে।

শেষ ১০ ওভারে দ্রুতগতিতে রান

শেষ ১০ ওভারে দ্রুতগতিতে রান

১০ ওভারের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। ৭.৪ ওভারে ধনঞ্জয় ডি সিলভা আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৩। ২১ বলে ২৮ রান করে ডি সিলভা ইফতিখার আহমেদের বলে কট অ্যান্ড বোল্ড হন। ৮.৫ ওভারে অধিনায়ক দাসুন শনাকা দলের ৫৮ রানের মাথায় আউট হন। শনাকা ৩ বলে ২ রান করে শাদাব খানের বলে বোল্ড হন। শ্রীলঙ্কার ৫০ রান হয়েছিল ৭.২ ওভারে। ১৩.১ ওভারে ১০০ এবং ১৯তম ওভারে ১৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৫ উইকেটে ৭৭। সেখান থেকে শেষ ১০ ওভারে ৯৩ রান উঠল মূলত ভানুকা রাজাপক্ষ ও ওয়ানিন্দু হাসারঙ্গার ব্যাটিংয়ে ভর করে। হাসারঙ্গা পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৬ রান করেন। রাজাপক্ষ ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ১৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন চামিকা করুণারত্নে।

পাকিস্তানের বোলিং

পাকিস্তানের বোলিং

হ্যারিস রউফ ৪ ওভারে ২৯ রানে তিন উইকেট নেন। শাদাব খান, ইফতিখার আহমেদ ও নাসিম শাহ নেন একটি করে উইকেট। নাসিমের প্রথম স্পেলটা ভালোই হয়েছিল, ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নেন। তবে ১৭তম ওভারে এসে তিনি ১৬ রান দেন। শেষ ওভারে প্রথম চার বলে ৫ রান আসার পর নাসিমের শেষ ২ বলে চার ও ছক্কা হাঁকান ভানুকা।

শ্রীলঙ্কার নজির

শ্রীলঙ্কার নজির

টি ২০ আন্তর্জাতিকে পূর্ণ সদস্যের কোনও দেশের বিরুদ্ধে এই নিয়ে ২০১তম ক্ষেত্রে কোনও দেশ প্রথম ১০ ওভারে পাঁচ উইকেট হারাল। তবে তারপরও মাত্র ১০টি ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশ ১৭০ বা তার বেশি রানে পৌঁছাতে পেরেছে। তার মধ্যে শ্রীলঙ্কা পারল এই নিয়ে সপ্তমবার। তার মধ্যে আবার তিনটি পাকিস্তানের বিরুদ্ধে।

English summary
Asia Cup 2022 Final: Pakistan Need 171 Runs To Beat Sri Lanka. Bhanuka Rajapaksa Slams Unbeaten 71 Off 45 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X