For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারতীয় বোলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন

ভারতীয় স্পিনার হিসাবে এক নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে উইকেট পাওয়ার বিচারে নয়, বোলার হিসাবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় স্পিনার হিসাবে এক নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে উইকেট পাওয়ার বিচারে নয়, বোলার হিসাবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।[অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি]

এর আগে সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুততম ২৫০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হয়েছেন অশ্বিন। এছাড়া টেস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে কপিল দেবকে ছাপিয়ে গিয়েছেন তামিলনাড়ুর এই স্পিনার। তবে এদিন রেকর্ডের খাতায় অন্যভাবে যোগ হল অশ্বিনের নাম।[টেস্টে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন, ছুঁলেন কপিল দেবকে]

এক মরশুমে সবচেয়ে বেশি বল করে ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড করলেন অশ্বিন। আর কে কে সেই তালিকায় রয়েছেন তা এবার জেনে নেওয়া যাক।[দিন-রাতের টেস্টে প্রথম ত্রিশতরান পাকিস্তানের আজহার আলির, তবে আরও দুটি রেকর্ড একসঙ্গে গড়েছেন তিনি!]

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

২০১৬-১৭ মরশুমে ১১টি ম্যাচে ৩৭০১টি বল এখনও পর্যন্ত করেছেন অশ্বিন। এক মরশুমে এতবার হাত ঘোরানোর রেকর্ড আর কোনও ভারতীয় বোলারের নেই।[সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুততম ২৫০ উইকেট রবিচন্দ্রণ অশ্বিনের]

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

২০০৪-০৫ মরশুমে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ৩৬৭৩বার হাত ঘোরান। তিনি ১১টি টেস্টে এই রেকর্ড করেছিলেন যা অশ্বিন এই টেস্টে ভেঙে দিয়েছেন।[তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত, দিনের শেষে লিড ১২৬ রানের]

বিনু মানকর

বিনু মানকর

ভারতের শুরুর যুগের স্পিনার বিনু মানকর এক মরশুমে ৯ ম্যাচ খেলে ৩৬৬২টি বল করেছিলেন। সেইসময়ে যা ভারতীয় বোলারদের মধ্যে রেকর্ড ছিল।

দিলীপ দোশী

দিলীপ দোশী

১৯৭৯-৮০ মরশুমে বিনু মানকরের রেকর্ড ভাঙতে না পারলেও তার কাছাকাছি গিয়েছিলেন দিলীপ দোশী। তিনি ১৩টি ম্যাচ খেলে ৩৫১৫টি বল করেছিলেন।

English summary
India’s premier off-spinner Ravichandran Ashwin, who has bowled a total of 41 overs in the match so far, surpassed Anil Kumble’s record for the most deliveries bowled in a Test cricket season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X