For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Bangladesh: শ্রেয়সের শতরান হাতছাড়া, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ব্যাকফুটে অশ্বিন-কুলদীপ পার্টনারশিপে

  • |
Google Oneindia Bengali News

চেতেশ্বর পূজারা বলেছিলেন, চট্টগ্রামের পিচে প্রথম ইনিংসে ৩৫০ রানই যথেষ্ট হবে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেই লক্ষ্যের কাছে পৌঁছে গেল ভারত।

পূজারার পর শতরান হাতছাড়া করলেন শ্রেয়স আইয়ার। তবে এরপর বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৪৮।

পূজারার পর বোল্ড হয়ে শতরান হাতছাড়া শ্রেয়সেরও

গতকাল টেস্টের প্রথম দিনে জীবন পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। ৮৪তম ওভারে ইবাদত হোসেনের পঞ্চম বলটি উইকেটে লাগলেও বেল পড়েনি। এদিন সেই ইবাদতেরই শিকার হন শ্রেয়স। ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৯৮তম ওভারের শেষ বলটিতে শ্রেয়সকে বোল্ড করে দেন ইবাদত। পূজারা গতকাল ৯০ রানের মাথায় বোল্ড হয়েছিলেন তাইজুল ইসলামের বলে। শ্রেয়সও এদিন শতরান হাতছাড়া করলেন। ১৯২ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। শ্রেয়সের ইনিংসে রয়েছে ১০টি চার।

এরপর ২২ ওভারে আর কোনও উইকেট পড়েনি ভারতের। শ্রেয়স আউট হলে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ২৯৩। সেটাই এখন পৌঁছে গিয়েছে ৩৪৮ রানে। অর্থাৎ অষ্টম উইকেট জুটিতে অশ্বিন ও কুলদীপ যোগ করেছেন ৫৫ রান। এর মধ্যে ইয়াসির আলির থ্রো উইকেটকিপারের পিছনে রাখা হেলমেটে লাগায় ৫ পেনাল্টি রান যোগ হয়েছে ভারতের খাতায়। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮১ বলে ৪০ রানে ব্যাট করছেন অশ্বিন। তিনটি বাউন্ডারির সাহায্যে ৭৬ বলে ২১ রান করেছেন কুলদীপ।

উইকেটে বল ঘুরছে। নীচুও হচ্ছে। তবে এখনও পরিস্থিতি বিপজ্জনক হয়নি। যদিও ভারত যেভাবে এগিয়ে চলেছে তাতে বাংলাদেশের কাজটা কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত এই টেস্ট খেলছে তিন স্পিনার নিয়ে। অশ্বিন, কুলদীপ ছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেল। তাঁদের সামলানো সহজ হবে না শাকিবের দলের ব্যাটারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র ইবাদত হোসেনই আজ একটি উইকেট পেয়েছেন। ২টি মেডেন-সহ ৭১ ওভারে ৭০ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। তাইজুল ইসলাম গতকালই তিন উইকেট নিয়েছিলেন, এখনও অবধি ১০টি মেডেন-সহ ৩৯ ওভার হাত ঘুরিয়ে ১০০ রান দিয়েছেন। মেহেদি হাসান মিরাজ পেয়েছেন দুটি উইকেট। বাংলাদেশ এদিন মোট তিনবার আম্পায়ার মাইকেল গফের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে, একবারও সফল হয়নি। দুবার অশ্বিনের ক্ষেত্রে, একবার কুলদীপের বিরুদ্ধে ডিআরএসের দ্বারস্থ হয় বাংলাদেশ। শেষ রিভিউটি অবশ্য আম্পায়ার্স কল।

Argentina vs France: ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা বনাম ফ্রান্স, দ্বৈরথের ফল-সহ একনজরে পরিসংখ্যানArgentina vs France: ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা বনাম ফ্রান্স, দ্বৈরথের ফল-সহ একনজরে পরিসংখ্যান

English summary
Ravichandran Ashwin And Kuldeep Yadav Put India In Commanding Position Against Bangladesh On The Day 2 Of Chattogram Test. Shreyas Iyer Misses Test Hundred.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X