For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি টেস্ট ক্রমতালিকায় যুগ্মভাবে নতুন বিশ্বরেকর্ড অশ্বিন-জাদেজা জুটির

বেঙ্গালুরু টেস্ট জিতে মাঠের বাইরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একসঙ্গে যুগ্মভাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন দুজনে।

  • |
Google Oneindia Bengali News

দুবাই, ৮ মার্চ : বেঙ্গালুরু টেস্ট জিতে মাঠের বাইরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একসঙ্গে যুগ্মভাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন দুজনে। এই প্রথম এমন ঘটনা ঘটল বলে আইসিসি সূত্রে জানানো হয়েছে।[(ছবি) ভারতীয় বোলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন]

এর আগে কোনও স্পিনার জুটি একসঙ্গে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করতে পারেনি। সেদিক থেকে দেখলে মাঠের বাইরে জুটি হিসাবে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন-জাদেজা।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

আইসিসি টেস্ট ক্রমতালিকায় যুগ্মভাবে নতুন বিশ্বরেকর্ড অশ্বিন-জাদেজা জুটির

বেঙ্গালুরু টেস্টের আগে আইসিসি ক্রমতালিকায় অশ্বিন এক নম্বরে ছিলেন। তবে এই টেস্টের পরে জাদেজা অশ্বিনকে ছুঁয়ে ফেললেন। এই টেস্টে ভারত নাটকীয়ভাবে ৭৫ রানে জয় পেয়েছে। প্রথম ইনিংসে জাদেজা ৬ উইকেট নেন ও দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৬ উইকেট নেন।[এক ওভারের ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড অজি বোলারের]

প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন যুগ্মভাবে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন। তবে একসঙ্গে দুজন স্পিনার শীর্ষস্থানে এই প্রথমবার উঠে এলেন। এদিকে দল হিসাবে ভারতও টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে।[অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি]

English summary
The Indian duo of Ravichandran Ashwin and Ravindra Jadeja on Wednesday became the first set of spinners to be jointly ranked number one in the ICC Test rankings for bowlers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X