For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের অর্ধশতরানে চট্টগ্রাম টেস্টে ভারত প্রথম ইনিংসে ৪০৪, বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের মুখে

  • |
Google Oneindia Bengali News

চট্টগ্রাম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হলো ৪০৪ রানে। অর্ধশতরান করেন রবিচন্দ্রন অশ্বিন। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে ফেরান মহম্মদ সিরাজ। কট বিহাইন্ড হয়ে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর দলের ৫ রানের মাথায় উমেশ যাদবের বলে বোল্ড হন ইয়াসির আলি (১৭ বলে ৪)।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে চেপে ধরল ভারত

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ২৭৮ রান। দ্বিতীয় দিনের অষ্টম ওভারে শ্রেয়স আইয়ারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ইবাদত হোসেন। শ্রেয়স ১৯২ বল খেলে ৮৬ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি। ২৯৩ রানে ভারতের সপ্তম উইকেটটি পড়েছিল। এরপর অষ্টম উইকেটে ৯২ রান যোগ করেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। ৩৮৫ রানে অষ্টম, ৩০৩ রানে নবম উইকেট পড়ার পর ৪০৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

২টি করে চার ও ছয়ের সাহায্যে অশ্বিন ১১৩ বলে ৫৮ রান করেন। মেহেদি হাসান মিরাজের বলে স্টাম্প আউট হন তিনি কেরিয়ারের ত্রয়োদশ অর্ধশতরান হাঁকিয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে এদিন টেস্ট কেরিয়ারের সর্বাধিক ব্যক্তিগত স্কোর করলেন কুলদীপ যাদব। তিনি পাঁচটি বাউন্ডারির সাহায্যে ১১৪ বলে ৪০ রান করেন। তিনি বোল্ড হন তাইজুল ইসলামের বলে। মহম্মদ সিরাজ করেন ৩ বলে ৪ রান। দুটি ছয়ের সাহায্যে ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন উমেশ যাদব। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ চারটি করে উইকেট দখল করেন। ইবাদত হোসেন ও খালিদ আহমেদ একটি করে উইকেট পেয়েছেন। সম্ভবত চোট যাতে না বাড়ে সে কথা মাথায় রেখে ১২ ওভারের বেশি বল করেননি শাকিব আল হাসান।

জবাবে খেলতে নেমে শেষ পাওয়া খবরে বাংলাদেশের স্কোর ৭ ওভারে ২ উইকেটে ৯ রান। এই টেস্টে অভিষেক হওয়া ওপেনার জাকির হোসেনের সঙ্গে ক্রিজে রয়েছেন লিটন দাস। বাংলাদেশ ব্যাটারদের অস্বস্তিতে রেখেছেন দুই পেসার সিরাজ ও উমেশ। এরপর ভারতের স্পিন ত্রয়ীকে সামলানোও সহজ হবে না শাকিব আল হাসানের দলের ব্যাটারদের পক্ষে। এদিকে, ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর জয়দেব উনাদকাট ভিসা সমস্যার জেরে যথাসময়ে বাংলাদেশে পৌঁছতে পারেননি। ফলে প্রথম টেস্টের দলে বিবেচিত হননি। তবে ভিসা সমস্যা কাটিয়ে উনাদকাট ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

FIFA World Cup 2022: ফ্রান্স চাইছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়, আর্জেন্তিনাকে হারালেই কোন কোন নজির?FIFA World Cup 2022: ফ্রান্স চাইছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়, আর্জেন্তিনাকে হারালেই কোন কোন নজির?

English summary
Bangladesh Face Batting Collapse After India Have Scored 404 Runs In The 1st Innings In Chattogram. Ravichandran Ashwin Slams Half Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X