For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে বিনিদ্র রাত কাটানোর কারণ জানালেন অশ্বিন, দাবি ফ্রি বলের

Google Oneindia Bengali News

আচমকাই চলতি বছরের আইপিএল থেকে অব্যাহতি নিয়েছিলেন। গভীর রাতে টুইটে জানিয়েছিলেন সেই কথা। পরে জানা গিয়েছিল স্ত্রী-সহ তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যই করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রিয়জনদের অসুস্থতার খবর পেয়ে কেমন কাটছিল আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের দিনগুলি? ১০৪ দিনের ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ইউটিউব চ্যানেলে সে কথাই জানালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বিনিদ্র রজনী

বিনিদ্র রজনী

পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পর বেশ কয়েক রাত জেগেই কাটাতে হয়েছে অশ্বিনকে। তিনি বলেছেন, আট-নয়দিন ধরে ঘুমোতে পারিনি। ঘুম না হওয়ায় স্ট্রেস বাড়ছিল। ম্যাচ খেলছিলাম রাতে না ঘুমিয়েই। যখন মনে হলো আর পেরে ওঠা যাবে না তখনই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন চিন্তাও মাথায় এসেছিল যে পরে আর খেলতে পারব কিনা। কিন্তু তখন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা ছিল সময়োপযোগী।

মুম্বইয়ে নিভৃতবাস

মুম্বইয়ে নিভৃতবাস

অশ্বিন এখন ইংল্যান্ডগামী ভারতীয় দলের সঙ্গে নিভৃতবাসে রয়েছেন মুম্বইয়ে। ১৪ দিনের এই নিভৃতবাসে কাটানোর অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে অশ্বিন জানান, এটা সত্যিই কঠিন। বাইরে থেকে মানুষ ভাবতেই পারেন আমরা তো বিলাসবহুল পাঁচতারা হোটেলে রয়েছি। কিন্তু ব্যাপারটা একেবারেই সহজ নয়। আমরা মুম্বইয়ে এসেছি ১৯ মে, ইংল্যান্ড যাব ২ জুন। ফলে ১৪ দিনের কোয়ারান্টিন মুম্বইয়েই তো হয়ে গেল। প্রতি দুই অন্তর করোনা পরীক্ষা হচ্ছে। জৈব সুরক্ষা বলয় ভেঙে সংক্রমণের বিষয় অনেকেই শুনছেন। এটা এমন নয় যে কেউ জৈব সুরক্ষা বলয়ে আসতেই বায়ো বাবল ব্রিচ হলো। আসলে ভাইরাস কীভাবে ছড়াচ্ছে সেটা এখনও আমরা বুঝতে পারিনি। ভারতের অনেক ক্রিকেটারই ইংল্যান্ড যাবেন কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়ে। অশ্বিন অবশ্য কোভ্যাক্সিনের দুটি ডোজই নিয়েছেন। আইপিএলে সানরাইজার্স ম্যাচের আগেই দ্বিতীয় ডোজ নেন অশ্বিন। তাঁর কথায়, এবার যেভাবে চেন্নাই থেকে মুম্বই এলাম তা একেবারেই আলাদা অভিজ্ঞতা। প্রতিদিনই যেন লড়াই কঠিন হয়ে পড়ছে। সাতদিনের কোয়ারান্টিন, সাতদিনে তিনটি নেগেটিভ রিপোর্ট নিয়ে যখন আমরা অনুশীলন করব বা খেলব তখন ক্রিকেটপ্রেমীরা আনন্দ পাবেন। কিন্তু সাধারণ মানুষ আমাদের চেয়েও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

নতুন অভিজ্ঞতা

নতুন অভিজ্ঞতা

অশ্বিন বলেন, চেন্নাই থেকে রওনা দেওয়ার আগে পরিবারের সকলের ১৪, ১৬ ও ১৮ তারিখ করোনা পরীক্ষা হয়েছে। চার্টার্ড বিমান ধরার আগে সেই তিনটি নেগেটিভ রিপোর্ট দেখাতে হয়েছে। তারপর হায়দরাবাদে বিমান গিয়েছে, সেখান থেকে মিতালি রাজ ও আমাদের ফিল্ডিং তোচ আর শ্রীধর উঠেছেন। দুপুর দুটোয় চেন্নাই থেকে যে বিমান ছেড়েছে তা মুম্বই পৌঁছেছে সন্ধ্যা ৬টায়! বৃষ্টি হচ্ছিল। রানওয়েতে বিমান দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তার মধ্যে একটি বাস বৃষ্টির ফলে আটকে যায়। আরেকটি বাস জোগাড় করে, সেটি স্যানিটাইজ করে জৈব সুরক্ষা বলয়ের কথা ভেবে যোগ্য ড্রাইভার এনে আমাদের হোটেলে পৌঁছে দিতে আরও কিছুটা সময় লাগে। সাতদিন হোটেলের ঘরে কাটানোর পর ২৫ মে থেকে জিম করতে পারছেন অশ্বিন। ঘরেও জিমের বন্দোবস্ত করা হয়েছে। জিমন্যাশিয়ামে কে কখন যাবেন সেটাও নির্ধারিত করে দেওয়া হয়েছে।

সময় কাটানোই চ্যালেঞ্জ

সময় কাটানোই চ্যালেঞ্জ

অশ্বিন জানান, নিভৃতবাসে সময় কাটানোটা বড় চ্যালেঞ্জ। ঘুম তাড়াতাড়ি ভাঙলেই সমস্যা। তাই দেরিতে ঘুম থেকে উঠলেই ভালো। তবে এটাও সহজ নয়। আমার সঙ্গে মুম্বইয়ে আমার স্ত্রী ও সন্তানরা রয়েছে। হোটেলের ঘরে থাকায় এনার্জি নষ্ট হচ্ছে না বলে একটা মিল কম খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি এবং আমার স্ত্রী। ইংল্যান্ডে ভারতের ২৪ জন ক্রিকেটার যাচ্ছেন। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ বিরাটরা খেলবেন দুই দলে ভাগ হয়ে। সাউদাম্পটনে স্টেডিয়ামের মধ্যেই হোটেল। অশ্বিন জানান, এতে আমাদের অনুশীলনে সুবিধা হবে। যত দূর জানি একটা অনুশীলন ম্যাচের বন্দোবস্ত করা হবে।

ফ্রি বলের দাবি

ফ্রি বলের দাবি

ক্রিকেটে ফ্রি হিট রয়েছে বোলাররা নো বল করলে। সঞ্জয় মঞ্জরেকর তাঁর একটি কলামের মাধ্যমে জানতে চেয়েছিলেন কী ধরনের নিয়ম ক্রিকেটে পরিবর্তন করা উচিত। এর প্রেক্ষিতে অশ্বিন লেখেন, ব্যাটসম্যানরা বল ডেলিভারির আগে নন স্ট্রাইকিং এন্ডে ক্রিজ ছাড়লে বোলারদের একটি ফ্রি বল দেওয়া উচিত। শুধু তাই নয়, বোলার যত রান দিয়েছেন তা থেকে ১০ রান কমানো হোক। সমপরিমাণ রান বাদ দেওয়া হোক বিপক্ষ দলের সংগৃহীত রান থেকে। উল্লেখ্য, ২০১৯ সালে রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাঁকড়ীয় আউট করে সমালোচিত হয়েছিলেন।

English summary
Ravichandran Ashwin Had Sleepless Night In IPL Bio Bubble When Family Members Were Suffering From COVID-19. He Has Also Demanded For Free Ball For The Bowlers Every Time A Batter Leaves The Non-Strikers End Early.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X