For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার মাঠগুলি টি ২০ বিশ্বকাপে বোলারদের সুবিধা করে দেবে, কোন যুক্তি মেলে ধরে দাবি অশ্বিনের?

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার পারথে আজ টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জয় পেয়েছে ১৩ রানে। যদিও ফের বল হাতে হতাশ করেছেন হর্ষল প্যাটেল। একটি উইকেট পেলেও চার ওভারে ৪৯ রান দেন। রবিচন্দ্রন অশ্বিন এই ম্য়াচে খেলেননি। তবে ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাঠগুলি বড় হওয়ায় বোলাররা আরও বেশি আক্রমণাত্মক বোলিং করতে পারবেন।

ভারতের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী

ভারতীয় দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে, সেখানকার উইকেটের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে গত সপ্তাহেই পৌঁছে গিয়েছে পারথে। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কিংবা বোলিং কোচ পরশ মামব্রে দলের প্রস্তুতি দেখে সন্তুষ্ট। মামব্রের কথায়, এখানকার উইকেটের পেস ও বাউন্সের কথা মাথায় রেখে কোন জায়গায় বল ফেলতে হবে, কোন লাইন বা লেংথে বল করতে হবে সে ব্যাপারে সচেতন করে দেওয়া হচ্ছে বোলারদের। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় এমনিতেই ভারতের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। আজ অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমাররা ভালো বোলিং করলেও চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে হর্ষলের ফর্ম স্বস্তিতে রাখছে না টিম ম্যানেজমেন্টকে। যদিও টি ২০ বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী অশ্বিন।

বোলাররা সুবিধা পাবেন

রবিচন্দ্রন অশ্বিন বলেন, ভারতের মাঠগুলিতে ৩০ গজ বৃত্ত থেকে বাউন্ডারি খুব বেশি দূরে নয়। সে কারণে প্রতিপক্ষ ব্যাটাররা বোলারদের সহজেই মাঠের বাইরে পাঠান। কিন্তু অস্ট্রেলিয়ায় বাউন্ডারি অনেক বড়। এটাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বোলারদের কাছে। এখানে লেংথের বিষয়ে সচেতন থেকে বল করাটা গুরুত্বপূর্ণ। তাহলেই অনেক ক্ষেত্রে ব্য়াট-বলের লড়াই ৫০-৫০ হয়ে যাবে। বিশ্বকাপের গুরুত্ব উপলব্ধি করে গোটা দল দুই সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে সেখানকার পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যে সিরিয়াস, সে কথাও স্মরণ করিয়ে দেন অশ্বিন। দলে অনেক বোলার রয়েছেন যাঁদের অস্ট্রেলিয়ায় বল করার অভিজ্ঞতা নেই। তাঁরাও মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন বলে দাবি অশ্বিনের।

অতীতের সাফল্য মাথায় রেখে

অতীতের সাফল্য মাথায় রেখে

অশ্বিন গতকাল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিকের সঙ্গে। তাঁর কথায়, প্রথম ম্যাচে নামার আগে সব দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে। সে কারণেই মাঠে গিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করা হয়েছে কীভাবে এখানে খেলা হয়, কোন রণকৌশল নিতে হবে তাও মনে মনে ছকে নিয়েছেন অশ্বিনরা। অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট সিরিজ জেতার থেকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে চাইছে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। টেস্ট সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ায় ভারতের সাদা বলের ভালো পারফরম্য়ান্সের কথাও মাথায় রাখছেন ক্রিকেটাররা। গত এক দশকে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারত বিশ্বকাপ অভিযানে নামতে চলেছে।

রামিজকে আমল দিলেন না অশ্বিন

রামিজকে আমল দিলেন না অশ্বিন

অস্ট্রেলিয়ার কন্ডিশন, বাউন্স, গতির সঙ্গে মানিয়ে নেওয়ার সেরা জায়গা হিসেবে পারথকেই চিহ্নিত করেছেন অশ্বিন। ২৩ অক্টোবর প্রতিপক্ষ পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, ভারত এখন পাকিস্তানের প্রতি সম্মান প্রদর্শন করছে। যদিও রাজার সেই যুক্তিকে আমল না দিয়ে অশ্বিন বলেন, ভারত-পাকিস্তান দ্বৈরথ সব সময়ই বড় বিষয়। দুই দেশের সমর্থকদের কাছেও এর গুরুত্ব আছে। আমরা নিজেদের মধ্যে খুব বেশি ম্যাচ খেলি না। তবে এটাও মাথায় রাখতে হবে খেলায় হার-জিত থাকবেই। টি ২০ ফরম্যাটে জয়-পরাজয়ের ব্যবধানও খুব বড় হয় না। আর পারস্পরিক সম্মানের বিষয়টি জয়-পরাজয় থেকে আসে না। আমি জানতামই না তিনি (রামিজ রাজা) এমন বিবৃতি দিয়েছেন। এটা স্বাভাবিকভাবেই আসে। প্রতিপক্ষ দল হিসেবে আমরাও যেমন পাকিস্তানকে সম্মান করি, তেমনই পাকিস্তানও করে থাকে।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্যাঘাত ঘটাবে দিল্লির বৃষ্টি? কেমন হতে পারে একাদশ?ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্যাঘাত ঘটাবে দিল্লির বৃষ্টি? কেমন হতে পারে একাদশ?

English summary
Ashwin Feels The Bigger Boundaries In Australia Will Give The Bowlers Liberty To Attack. Ashwin Did Not Play The First Warm Up Match Against Western Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X