For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে মেপে নিলেন ভারতের ক্রিকেটাররা, পারথে কাল রোহিতদের প্রস্তুতি ম্যাচ

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার পারথে পৌঁছে ভারত তিনদিন অনুশীলন করল। আজ অনুশীলনের পর ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠে বসে দেখলেন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। কাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর ফের একই দলের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে ১৩ অক্টোবর।

গ্যালারিতে বসে রণকৌশল সাজানো

গ্যালারিতে বসে রণকৌশল সাজানো

রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টি ২০ আন্তর্জাতিক ম্যাচ দেখার ছবি। অশ্বিনের সঙ্গে দেখা গিয়েছে হর্ষল প্যাটেল, দীনেশ কার্তিক ও যুজবেন্দ্র চাহালকেও। জানা গিয়েছে, এদিন অনুশীলন সেরেই ভারতীয় দল এই টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি দেখতে যায়। স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি ভারতীয় দলের অনুশীলন রাখা হয়েছিল। কাল প্রস্তুতি ম্য়াচ খেলার পরের দিন বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। ১২ তারিখ ফের অনুশীলন সেরে ১৩ তারিখ আরেকটি প্রস্তুতি ম্যাচ। ১৪ অক্টোবর ভারতীয় দল পারথ থেকে ব্রিসবেনে রওনা হয়ে যাবে।

(ছবি- রবিচন্দ্রন অশ্বিনের ইনস্টাগ্রাম স্টোরি)

পারথে অনুশীলন

পারথের ওয়াকায় অনুশীলন দারুণভাবে উপভোগ করছেন সূর্যকুমার যাদব। গত বছরের মার্চে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল। বর্তমানে আইসিসি ক্রমতালিকায় তিনিই বিশ্বের ২ নম্বর ব্যাটার, তাঁর আগ্রাসী, ধ্বংসাত্মক ব্যাটিং প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট। বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় ৩৬০ ডিগ্রি ব্যাটার সূর্য বলেছেন, অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি শুরু করার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নেমে কিছুটা দৌড়াদৌড়ি করে এখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রথম নেট সেশনও খুব ভালো ছিল। উইকেটের পেস ও বাউন্স বুঝে নিয়ে প্র্যাকটিস করেছি।

আত্মবিশ্বাসী সূর্য

বিশ্বকাপে নামার উত্তেজনা রয়েছে। যদিও প্রসেস ও রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলতে চাইছেন সূর্য। অস্ট্রেলিয়ার উইকেটের পেস ও বাউন্স সম্পর্কে ধারণা তৈরির পাশাপাশি বড় আকারের মাঠে কীভাবে ব্যাটিং করলে সাফল্য মিলবে তাও রপ্ত করে নেওয়াই তাঁর লক্ষ্য। সূর্যর কথায়, নিজেকে তৈরি রাখতে হবে। কীভাবে খেললে রান পাওয়া যাবে তা বুঝে নিয়ে পরিকল্পনামাফিক নিজেকে মেলে ধরতে চান। অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতি ভালোই। আগামী কয়েক দিন কঠোর অনুশীলনের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মেন ইন ব্লু। ভারত টি ২০ বিশ্বকাপের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্য়াচের পাশাপাশি ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

হার্দিক-বিরাটরা ফুরফুরে মেজাজে

হার্দিক পাণ্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে বিশ্রাম দেন নির্বাচকরা। সেই সময় ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে অনুশীলন সেরেছেন হার্দিক। অস্ট্রেলিয়ায় রোদ ঝলমলে আবহাওয়ায় অনুশীলন যে ভালোই উপভোগ করছেন তা স্পষ্ট তাঁর পোস্টে। বিরাট কোহলিও পারথে অনুশীলন উপভোগ করছেন। টিম হোটেলে এবং ওয়াকার সামনে বিরাটের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে অনেক ভক্তকে। সবমিলিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছেন বিশ্বের ১ নম্বর টি ২০ দলের ক্রিকেটাররা।


English summary
Ashwin, Chahal, DK And Harshal Have Watched Australia vs England T20I Ahead Of T20 World Cup. Suryakumar Yadav Is Confident Of Good Show.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X