For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ছাড়ার সিদ্ধান্ত দিন্দার, অভিজ্ঞ পেসারকে ধরে রাখতে আসরে ক্রীড়ামন্ত্রী

বাংলা ছাড়ার সিদ্ধান্ত দিন্দার, অভিজ্ঞ পেসারকে ধরে রাখতে আসরে ক্রীড়ামন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

আসন্ন ক্রিকেট মরসুমে বাংলা ছাড়তে চলেছেন অশোক দিন্দা। ঘনিষ্ঠ মহলে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। দিন্দার বাংলা দল ছাডা় নিয়ে শেষ কয়েকদিন ধরেই বারবার শিরোনামে বঙ্গ ক্রিকেট। এবার সিনিয়র এই ক্রিকেটারকে ধরে রাখার বিষয়ে আসরে নামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

দিন্দাকে নিয়ে বিতর্ক

দিন্দাকে নিয়ে বিতর্ক

গত মরসুমে বাংলার দলে বড়সড় বিতর্কে জড়ান সিনিয়ার পেসার। দলের বোলিং কোচ রণদেব বসুকে ম্যাচের আগের ড্রেসিংরুমে আপত্তিকর মন্তব্য করেন। যেকারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দিন্দাকে রাতারাতি দল থেকে বাদ দেওয়া হয়। যার পর গত মরসুমে নকআউট পর্বে দিন্দাকে ছাড়াই দারুণ পারফর্ম্যান্স করে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিল বাংলা।

কোচ অরুণ লাল দিন্দাকে নিয়ে যা বলেছেন

কোচ অরুণ লাল দিন্দাকে নিয়ে যা বলেছেন

দিন্দার বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোচ অরুণ লাল ক্রিকেটের প্রথম এবং প্রধান শর্ত শৃঙ্খলা বজার রাখা, সেকথা মনে করিয়ে দিয়েছেন। এক প্রতিক্রিয়ায় অরুণ জানিয়েছেন, 'ক্রিকেটার হিসেবে যে যত বড়ই হোক না কেন, দলে সবাই টিমম্যান, টিমের জন্যে খেলে, সেখানে সবাইকে শৃঙ্খলা মেনে চলা শিখতে হবে। দিন্দা নিজের ভুল শিকার করে ক্ষমা চেয়ে নিতেই পারত।' এখানেই না থেমে দিন্দার অন্য ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী দিনের জন্য তাঁকে বাংলার কোচ অরুণ লাল শুভেচ্ছা জানান।

কোন দলে খেলতে পারেন দিন্দা

কোন দলে খেলতে পারেন দিন্দা

শোনা যাচ্ছে বাংলা ছাড়লে ছত্তিশগড় বা গোয়ার হয়ে খেলতে পারেন অশোক দিন্দা।

দিন্দাকে ক্রীড়ামন্ত্রীর ফোন

দিন্দাকে ক্রীড়ামন্ত্রীর ফোন

দিন্দার বাংলা ছাড়ার সিদ্ধান্তের পরই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। দিন্দাকে আগামী মরসুমে বাংলার হয়ে খেলার জন্যেই বলেছেন অরূপ। সেই সঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে দিন্দার সঙ্গে এই নিয়ে আলোচনায় বসে সমস্যার মীমাংসা করার পরামর্শ দিয়েছেন।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যা জানালেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যা জানালেন

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে জানান, 'দিন্দা দীর্ঘদিন ধরে বাংলায় হয়ে খেলেছেন। বাংলায় খেলে বাংলার ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। এভাবে হঠাৎ বাংলাকে ছেড়ে গেলে সেটা বাংলার পক্ষে সেরা বিজ্ঞাপন নয়। সেই কারণেই দিন্দা বাংলাতেই খেলবে। কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব।'

দিন্দা যা জানিয়েছেন

দিন্দা যা জানিয়েছেন

ক্রীড়ামন্ত্রীর ফোন করার কথা জানিয়ে দিন্দা বলেন, 'ক্রীড়ামন্ত্রী বাংলার হয়েই আগামী মরসুমে আমার খেলতে বলেছেন। বাংলা দলের হয়ে দীর্ঘদিন খেললাম। অন্য দলে খেলে এবার অভিজ্ঞা অর্জন করতে চাই। বাংলা দলে আমাকে ছাড়া ভালো পারফর্ম্যান্স করে ফাইনাল খেলেছে।'

সিএবি প্রেসিডেন্ট যা জানিয়েছেন

সিএবি প্রেসিডেন্ট যা জানিয়েছেন

ক্রীড়ামন্ত্রী তাঁকে ফোন করেছিলেন বলে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, 'দিন্দা আমাদের ঘরের ছেলে। নো অবজেকশনের আবেদন করলে অবশ্যই ওর সঙ্গে আলোচনা হবে। তবে দিন্দার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাই।'

সৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখসৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখ

English summary
Ashok Dinda Singal to leave Bengal Circket, Sports minister arup biswas called him to stay for bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X