For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর চোখে এই দশকের সেরা পারফরম্যান্স কোনটি, জানালেন নেহরা

তাঁর চোখে এই দশকের সেরা পারফরম্যান্স কোনটি, জানালেন নেহরা

  • |
Google Oneindia Bengali News

শেষ হল একটি দশক। সেই দশকেই ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। এক নম্বর টেস্ট দলের মর্যাদা পেয়েছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে-তে রোহিত শর্মার তিনটি দ্বিশতরান ছাড়াও ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সে সব পারফরম্যান্স মন কাড়তে পারেনি ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার আশিষ নেহরার।

তাঁর চোখে এই দশকের সেরা পারফরম্যান্স কোনটি, জানালেন নেহরা

সচিন তেন্ডুলকরের অপরাজিত ২০০ কিংবা মহেন্দ্র সিং ধোনির ২০১১-র বিশ্বকাপ জয়ী ইনিংস নয়, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে দেশের প্রাক্তন লেজেন্ড ভিভিএস লক্ষ্মণের ব্যাট থেকে আসা ৯৬ রানের ইনিংস তাঁর দেখা এই দশকের সেরা পারফরম্যান্স বলে জানিয়েছেন আশিষ নেহরা। কারণ ওই ইনিংসের দৌলতেই সেই ম্যাচে ভয়ঙ্কর প্রোটিয়াদের তাঁদের জমিতে চিত করেছিল ভারত।

নেহরা জানিয়েছেন, ডারবানের ওই ম্যাচে প্রথম ব্যাট করে প্রথম ইনিংসে ২১৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে ১৩১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ১৭১ বলে ৯৬ রানে অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ (৩১ বলে ৩২ রান)।

তাঁর দেখা এই দশকের সেরা পারফরম্যান্সের তালিকার দ্বিতীয় স্থান অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে রেখেছেন আশিষ নেহরা। বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে টেস্টে ৫০ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন ওই অজি তারকা।

English summary
Ashish Nehra pick top performance of decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X