For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির এমন কথা বলা উচিত হয়নি, কেন এমন বললেন আশিস নেহরা

বিরাট কোহলির এমন কথা বলা উচিত হয়নি, কেন এমন বললেন আশিস নেহরা

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালে ওয়ান ডে ক্রিকেট ততটা প্রাসঙ্গিক নয়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির এহেন মন্তব্যের সঙ্গে একমত দেশের প্রাক্তন ফাস্ট বোলার আশিস নেহরা। একই সঙ্গে ব্যাটসম্যান বিরাটকে ফুল মার্কস দিলেও, তাঁর অধিনায়কত্ব নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেছেন নেহরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত কচুকাটা করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে এবং টেস্টে সিরিজ হোয়াইট ওয়াশের কবলে পড়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের এই পারফরম্যান্সে হতাশ হয়েছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা।

কী বলেছিলেন বিরাট

কী বলেছিলেন বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে সিরিজ হোয়াইট ওয়াশের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ২০২০-র নিরিখে ওয়ান ডে ততটা প্রাসঙ্গিক নয়। তাঁরা এই ফর্ম্যাটকে আপাতত গুরুত্ব দিচ্ছেন না বলেও জানিয়েছিলেন কোহলি। চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কী বললেন নেহরা

কী বললেন নেহরা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির এহেন মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করেছেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার আশিস নেহরা। তাঁর সাফ কথা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে যদি ভারত জিতত, তবে বিরাট কোহলির এই কথা মানানসই হত। হেরে গিয়ে এধরনের কথা বলা উচিত নয় বলে মনে করেন আশু। তাছাড়া যদি ইচ্ছাই না থাকে তাহলে নিউজিল্যান্ডে গিয়ে ভারতের ওয়ান ডে সিরিজ খেলা প্রয়োজন ছিল না বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলার।

অধিনায়ক বিরাট

অধিনায়ক বিরাট

আশিস নেহরার কথায়, ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি নিজেকে যতটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন, অধিনায়ক হিসেবে সেই উচ্চতায় পৌঁছতে তাঁর এখনও অনেকটা সময় লাগবে। বিরাট কোহলিকে আরও পরিশ্রম করতে হবে বলে মনে করেন আশিস নেহরা।

English summary
Ashish Nehra does not agree with Virat Kohli's 'ODI not relevant' remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X