For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মিথের অ্যাসেজ: একনজরে সিরিজ শেষে কী কী নজির গড়লেন স্মিথ

স্বপ্নের প্রত্যবর্তন! বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসনে ছিলেন। এরপর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের কামব্যাক স্টিভ স্মিথের।

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নের প্রত্যবর্তন! বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসনে ছিলেন। এরপর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের কামব্যাক স্টিভ স্মিথের। অ্যাসেজ সিরিজের সাত ইনিংস ব্যাট করে ৭৭৪ রান করলেন স্মিথ। ইনিংস প্রতি গড় ১১০.৫৪! অবিশ্বাস্য এই ব্যাটিং করেই ক্রিকেটার হিসেবে নিজের হারানো গৌরব ফিরে পেলেন স্মিথ। একনজরে অ্যাসেজ সিরিজে স্মিথ কী কী কীর্তি গড়লেন?

কিংবদন্তি সুনীল গাভাসকরকে ছুঁলেন স্টিভ স্মিথ

১৯৭১ সালে ৫ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। কেরিয়ারে কোনও টেস্ট সিরিজে এটাই গাভাসকরের সর্বোচ্চ রান। অ্যাসেজ সিরিজে ৭৭৪ রান করে গাভাসকরের সেই কীর্তি ছুঁয়ে ফেললেন স্মিথ। গাভাসকরের মতো স্মিথও চোটের কারণে এক টেস্ট খেলেলনি।

২৫ বছর পর টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের ঝুলিতে ৭৭০ + রান

২৫ বছর পর টেস্ট সিরিজে এক ব্যাটসম্যানের ঝুলিতে ৭৭০ + রান

২৫ বছর আগে, ১৯৯৪ সালে এক সিরিজে ব্রায়ান লারা ৭৭৮ রান হাঁকিয়েছিলেন। তারপর অ্যাসেজ ২০১৯ -এ ৭৭৪ রান করলেন স্মিথ।

কোন এক প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ১০ ম্যাচে পঞ্চাশ প্লাস রান

এর আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টানা ৯ ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড ছিল পাকিস্তানের ইনজিমাম উল হকের। তাঁকে টপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১০টি ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন স্মিথ।

অ্যাসেজ সিরিজে পঞ্চম সর্বাধিক রান প্রাপক

অ্যাসেজ সিরিজে পঞ্চম সর্বাধিক রান প্রাপক

অ্যাসেজ সিরিজের ইতিহাসে সর্বাধিক রান প্রাপকদের তালিকায় চার নম্বরে রয়েছেন স্মিথ।
১) ডন ব্র্যাডম্যান (৯৭৪ রান- ১৯৩০ অ্যাসেজ)
২) ওয়ালি হ্যামন্ড( ১৯২৮-২৯ সিরিজে ৯০৫ রান করেন ওয়ালি হ্যামন্ড
৩) মার্ক টেলর( ১৯৮৯ সালে ৮৩৯ রান করেন)
৪) ডন ব্র্যাডম্যান(১৯৩৬-৩৭ সিরিজে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান)
৫) স্টিভ স্মিথ- ৭৭৪ রান, ২০১৯ অ্যাসেজ

English summary
Ashes 2019: Smith ends the series with 774 runs, smith records in Ashes 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X