For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি-র বিচারে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় পেসার, লড়াইয়ে আর কারা?

  • |
Google Oneindia Bengali News

আইসিসি-র বিচারে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় পেসার। দুই বাঁহাতি পেসার ও দুই ওপেনারের মধ্যে কেউ একজন পাবেন আইসিসি ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার। অর্শদীপ সিংয়ের সঙ্গে দৌড়ে রয়েছেন মার্কো জানসেন, ইব্রাহিম জাদরান ও ফিন অ্যালেন।

ফিন অ্যালেন

নিউজিল্যান্ডের ফিন অ্যালেন চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ২১.৬৩ গড় ও ১৫৫.০৯ স্ট্রাইক রেট রেখে ৪১১ রান করেছেন। এর পাশাপাশি একদিনের আন্তর্জাতিকে ৩৮.৭০ গড় ও ৯৪.৩৯ স্ট্রাইক রেটে ৩৮৭ রান সংগ্রহ করেছেন। ২০২১ সালেই তাঁর টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়। টি ২০ বিশ্বকাপের আগে তিনি স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিশ্বকাপে। গত জুলাই মাসে তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। সুপার লিগ ট্যুরে আয়ারল্যান্ডে গিয়ে তিনি অর্ধশতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছেন। টি ২০ ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৪২ বলে ৬২ রনের ইনিংস খেলেন। পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে সেই ম্যাচে ৬টি ছক্কা মারেন, যার মধ্যে তিনটি শাহনওয়াজ দাহানির বলে।

মার্কো জানসেন

দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এই প্রতিবেদন লেখা অবধি চলতি বছর ৩৬টি টেস্ট উইকেট নিয়েছেন এবং ২২৯ রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে দুটি এবং টি ২০ আন্তর্জাতিকে একটি উইকেট পেয়েছেন। সাদা বলের সিরিজে তিনি চারটি ম্যাচ খেলেছেন। একমাত্র টি ২০ উইকেটটি শ্রেয়স আইয়ারের।

ইব্রাহিম জাদরান

আফগানিস্তানের ইব্রাহিম জাদরান চলতি বছর একদিনের আন্তর্জাতিকে ৪৩১ রান করেছেন। গড় ৭১.৮৩, স্ট্রাইক রেট ৮৮.৩১। টি ২০ আন্তর্জাতিকে তিনি ৩৬৭ রান করেছেন ৩৬.৭০ গড় ও ১০৯.৫৫ স্ট্রাইক রেটে। সাতটি একদিনের আন্তর্জাতিকে ওপেন করতে নেমে তাঁর অবদান আফগানিস্তানকে পৌঁছে দিয়েছে আগামী বছর অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিকে জাদরান ভারতের বিরুদ্ধে ৫৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেন। টি ২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে তিনি ২৭৬ রান করেছেন। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ১৬২ রানের ইনিংস খেলেছিলেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে।

অর্শদীপ সিং

অর্শদীপ সিং

ভারতের অর্শদীপ সিং ইতিমধ্যেই নিজেকে লম্বা রেসের ঘোড়া হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলতি বছর তিনি ২১টি টি ২০ আন্তর্জাতিকে ৩৩টি উইকেট নিয়েছেন। ইকনমি ৮.১৭, স্ট্রাইক রেট ১৩.৩০। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে তাঁর একদিনের আন্তর্জাতিকেও অভিষেক হয়েছে। আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটেও বল হাতে তিনি ভরসা দিচ্ছেন। টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দুরন্ত বোলিং করেন অর্শদীপ। প্রথম বলেই বাবর আজমকে লেগ বিফোরের মাধ্যমে সাজঘরে ফেরান। পরের ওভারেই ফেরান মহম্মদ রিজওয়ানতে। ডেথ ওভারে বল করতে এসে আসিফ আলির উইকেট তুলে নেন। ৩২ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

English summary
Arshdeep Singh Has Been Nominated For The ICC Emerging Player Of The Year 2022. Marco Jansen, Ibrahim Zadran And Finn Allen Are Also In The Race.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X