For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাদোনা প্রয়াত! ১০ দিন পরও খোঁজ পাননি দিয়েগোর বিশ্বকাপজয়ী হেডস্যার

মারাদোনা প্রয়াত! ১০ দিন পরও খোঁজ পাননি দিয়েগোর বিশ্বকাপজয়ী হেডস্যার

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর কেটে দিয়েছে দশ দিন। ২৫ নভেম্বর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা। তাঁর অকাল প্রয়াণে ফুটবলবিশ্ব জুড়ে এখনও শোকের ছায়া চলছে। ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর, মাঠে ফিরে লিওনেল মেসি মারাদোনাকে গোল উৎসর্গ করেছেন, পুরনো ক্লাবের জার্সিতে দিয়েগোকে সম্মান জানিয়েছেন মেসি। অন্যদিকে নাপোলি ফুটবল ক্লাব তাঁদের হোম গ্রাউন্ডের নাম পাল্টে মারাদোনার নামে নতুন নামকরণ করেছে। তবে এতকিছুর মধ্য়েও প্রিয় ছাত্রের প্রয়াণের খবর জানতে পারেননি গুরু কার্লোস বিলার্দো।

বিশ্বকাপ জয়ী কোচ

বিশ্বকাপ জয়ী কোচ

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে মারাদোনা যেবছর আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন, খেতাব জয়ী সেই দলে দিয়েগোর কোচ ছিলেন কার্লোস বিলার্দো। বিশ্বকাপজয়ী সেই কোচ বয়সের ভারে এখন স্নায়ুর জটিল রোগে ভুগছেন।

মারাদোনার কোচ করোনায় আক্রান্ত হন

মারাদোনার কোচ করোনায় আক্রান্ত হন

চলতি করোনা অতিমারির সময় তিনি গুরুতর অসুস্থ হয়েও পড়েন। চলতি বছরের অগাস্টে বিলার্দো করোনা কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হন। পরবর্তী সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁকে নিয়ে ডাক্তারা চিন্তায় রয়েছেন।

প্রিয় দিয়েগো আর নেই, জানেন না বিলার্দো

প্রিয় দিয়েগো আর নেই, জানেন না বিলার্দো

বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচ বিলার্দোর স্নায়ুর চাপ যাতে না বাড়ে, সেজন্য ডাক্তাররা পরিবারকে সর্বদা তাঁকে চাপমুক্ত রাখার কড়া নির্দেশ দিয়েছেন। সেই কারণেই ফুটবল ঈশ্বর দিয়েগা মারাদোনার প্রয়াত হওয়ার খবর দশ দিন কেটে গেলেও কে তাঁকে সেই খবর দেবেন, পরিবার সেই নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে। আর্জেন্তিনার প্রাক্তন কোচের ভাই হর্ঘ এমনটা জানিয়েছেন। উল্লেখ্য গত মার্চে ৮২ বছর পার করেছেন বিলার্দো।

ফুটবল ঈশ্বরের বিদায়

ফুটবল ঈশ্বরের বিদায়

প্রসঙ্গত ২৫ নভেম্বর নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৬০ বছর। ৩০ অক্টোবের ৬০ তম জন্মদিনের পর নভেম্বরের গোডা়র দিকে তিনি অসুস্থ হলে মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মাথায় রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার। যারপর বাড়ি ফিরে নেশামুক্তির কারণে রিহ্যাবে থাকলেও শেষরক্ষা হল না। আকস্মিৎ হার্ট অ্যার্টাকে না ফেরার দেশে পারি ফুটবলের রাজপুত্রের।

English summary
Argentina's Carlos Bilardo still doesn't know news on Diego Maradona's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X