আইপিএল বেটিং কাণ্ডে বলিউড তারকা আরবাজ খানকে সমন মুম্বই পুলিশের
বলিউড অভিনেতা আরবাজ খানকে আইপিএল বেটিং কাণ্ডে ডেকে পাঠাল মুম্বই পুলিশ। এদিন থানে পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা আরবাজের।

সম্প্রতি পুলিশ একটি বেটিং চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে সোনু জালান নামে ৪২ বছর বয়সী এক বুকিকে। এই সোনু দেশে তো বটেই বিদেশেও বেটিং চক্রের সঙ্গে জড়িত। এমনকী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও যোগাযোগ রয়েছে এই সোনুর।
পুলিশ সোনুকে গ্রেফতার করে মুম্বইয়ের কল্যাণ কোর্ট এলাকা থেকে। আর এর গ্রেফতার হওয়া বুকির সঙ্গে সোনু দেখা করতে সেখানে গিয়েছিল। পুলিশ আগে থেকে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। সোনুর থেকেই আরবাজের নাম সামনে এসেছে।
বহু বলিউড তারকার সঙ্গে জালানের যোগাযোগ রয়েছে। ২০০৮ সালে প্রথমবার সে গ্রেফতার হয়। তারপরে এবারও আইপিএল বেটিং কাণ্ডে পুলিশ তাকে ধরেছে।
প্রসঙ্গত, এবারের আইপিএল ২৭ মে শেষ হয়েছে। ফাইনালে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের খেলা হয়। চেন্নাই ৮ উইকেটে জয়ী হয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে।