For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্তিক-পন্থের মধ্যে কাকে খেলানো হবে সেমিফাইনালে, উত্তর দিলেন রোহিত শর্মা

কার্তিক-পন্থের মধ্যে কাকে খেলানো হবে সেমিফাইনালে, উত্তর দিলেন রোহিত শর্মা

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই ম্যাচই ঠিক করে দেবে খেতাবি লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে কোন দেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় দলের উইকেটরক্ষক পজিশনে কে খেলবেন তা নিয়ে টিম ম্যানেজমেন্ট এখনও কিছু পরিষ্কার করেনি। তবে, সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, উইকেটরক্ষক হিসেবে যে কেউ খেলতে পারেন।

ঋষভ পন্থ-দীনেশ কার্তিকের মধ্যে যে কেউ খেলতে পারে:

ঋষভ পন্থ-দীনেশ কার্তিকের মধ্যে যে কেউ খেলতে পারে:

সাংবাদিক সম্মেনে রোহিত শর্মা বলেছেন, "পন্থ (ঋষভ পন্থ) একমাত্র যে পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও খেলেনি (জিম্বাবোয়ের ম্যাচ বাদ দিয়ে) পারথে আমরা যে দু'টি ম্যাচ (প্রস্তুতি) খেলেছিলাম সেগুলো ছাড়া।ল ওকে গেম টাইম আমরা দিতে চেয়েছি এবং নিজেদের কাছেও বিকল্প রাখতে চেয়েছি যদি সেমিফাইনাল বা ফাইনালে কিছু পরিবর্তন করি। হঠাৎ করে এক জনকে খেলিয়ে দেওয়াটা ঠিক নয়। আমরা প্রত্যেককে বলেছি তৈরি থাকার জন্য নিজেদের সুযোগ পাওয়া ম্যাচগুলো খেলার জন্য। সেটা সেমিফাইনালও হতে পারে লিগের ম্যাচও হতে পারে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা জানতাম না কোন দলের বিরুদ্ধে খেলব সেমিফাইনালে। আমরা তাই বাম হাতি ব্যাটসম্যানকে সুযোগ দিতে চেয়েছিলাম মিডল ওভারে স্পিনারদের কাউন্টার করার জন্য। আবারও আপনাদের জানাই আগামীকাল (বৃহস্পতিবার) কী হতে চলেছে আমি এখনই বলতে পারব না কিন্তু দলে দুই উইকেটরক্ষকের মধ্যে যে কেউ সুযোগ পেতে পারে।"

টি ২০ বিশ্বকাপে কার্তিক-পন্থের পারফরম্যান্স:

টি ২০ বিশ্বকাপে কার্তিক-পন্থের পারফরম্যান্স:

চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের ফাস্ট চয়েজ উইকেটরক্ষক দীনেশ কার্তিক। সুপার ১২-এর পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে খেলেছেন তিনি। তবে একটি ম্যাচের ছন্দে পাওয়া যায়নি কার্তিককে। ফিনিশার হিসেবে দল তাঁকে খেলালেও সুযোগে সঠিক ব্যবহার করতে পারেননি কার্তিক। অপর দিকে, ঋষভ পন্থ একটি ম্যাচই খেলেছেন সুপার ১২-এ। শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি সুযোগ পান কিন্তু রান পাননি।

সূর্যকুমারের প্রশংসায় রোহিত:

সূর্যকুমারের প্রশংসায় রোহিত:

এই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন সূর্যকুমার যাদব। বিরাট কোহলির মতোই ভারতকে সেমিফাইনালে তোলার নেপথ্যে সূর্যকুমারের অবদান অনস্বীকার্য। ধারাবাহিক ভাবে ভাল খেলার সুবাদে আইসিসির টি ২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন সূর্যকুমার। মিডল অর্ডারের এই ব্যাটসম্যানকে নিয়ে রোহিত বলেছেন, "আমি জানি না আপনারা ওর সাক্ষাৎকার শুনেছেন কি না, আমরা ১০/২ হোই কিংবা ১০০/২ ও একই রকম খেলে। মাঠে নেমে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পছন্দ করে ও। এটাই সম্ভাব্য কারণ গত বিশ্বকাপেও ওর দলে থাকার। পরিপক্কতার পরিচয় দিয়েছে ও, বহু খেলোয়াড়ের উপর থেকে চাপ কমিয়েছে ও, যখন ও ব্যাটিং করে ওর সঙ্গে ব্যাটিং করা সহ খেলোয়াড়ের উপর থেকেও চাপ কমিয়ে নেয় ও।" রোহিতের আরও সংযোজন, "ও ব্যাটিং করে আমরা বুঝতে পারি বোলাররা কী করতে চায়। বড় মাঠে খেলতে ও পছন্দ করে, এক বার ও আমায় বলেছিল যে ছোট মাঠে ও খেলতে পছন্দ করে না কারণ সেখানে গ্যাপ দেখতে পায় না। গ্যাপ খোঁজে ও এবং সেই মতো খেলতে চায়।"

নিজের চোট নিয়ে রোহিত:

নিজের চোট নিয়ে রোহিত:

মঙ্গলবার অনুশীলনের সময়ে ডান হাতের কব্জির উপর চোট পান রোহিত। নিজের চোটের অবস্থার কথা জানাতে গিয়ে রোহিত বলেন, "গতকাল আমার লেগেছিল তবে এখন ঠিকঠাক আছে, কোনও সমস্যা নেই।" উল্লেখ্য, ২০০৭ টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ভারত শেষ বার আইসিসি ইভেন্ট জিতেছিল ২০১৩ সালে।

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্থান করে নিল পাকিস্তান নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্থান করে নিল পাকিস্তান

English summary
Anyone among both wicketkeepers can play the semifinal against England said Rohit Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X