For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্টুপের অপরাজিত শতরান, যোগ্য সঙ্গত শাহবাজ-আকাশের! হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে বাংলা

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে বাংলার ওপেনিং জুটির সমস্যা মিটছেই না। অভিমন্যু ঈশ্বরন রয়েছেন ভারতীয় টেস্ট দলের সঙ্গে। ফলে অভিষেক দাস ও কৌশিক ঘোষ বাংলার ইনিংস ওপেন করছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ওপেনিং জুটি। হিমাচল প্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও টপ অর্ডার ব্যর্থ। দিনের শেষে বাংলাকে স্বস্তি দিল অনুষ্টুপ মজুমদারের অপরাজিত শতরান।

 হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে বাংলা

(ছবি- সিএবি মিডিয়া)

বাংলা যে গ্রুপে রয়েছে তার শীর্ষে রয়েছেন হিমাচল প্রদেশ। প্রথম ম্যাচ তারা জিতেছিল ইনিংসে, ফলে ৭ পয়েন্ট ঝুলিতে পুরেছিল। আজ ইডেনে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান হিমাচল অধিনায়ক ঋষি ধাওয়ান। ওপেনিং জুটিতে ওঠে ২০। ৭.৩ ওভারে ৩০ বলে ব্যক্তিগত ৪ রানে আউট হন কৌশিক ঘোষ। ৯.১ ওভারে বাংলার দ্বিতীয় উইকেট পড়ে ২৯ রানে। অভিষেক দাস ১৭ বলে ১১ রান করে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। পরের বলেই সায়ন মণ্ডলকে গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে পাঠান সিদ্ধার্থ শর্মা। বাংলার প্রথম তিনটি উইকেটই তাঁর। ১৪.৩ ওভারে দলের ৩৫ রানের মাথায় আউট সুদীপ ঘরামি, ২৬ বলে ৫ রান করে তিনি ঋষি ধাওয়ানের শিকার। বাংলার পঞ্চম উইকেট পড়ে যায় ৪৪ রানে। ৬ বলে ৩ রান করে কানওয়ার অভিনয়ের বলে আউট হন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

সেখান থেকে বাংলা প্রথম দিনের শেষে ৯ উইকেটে ৩১০ রানে পৌঁছতে পেরেছে অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ ও আকাশ দীপের ব্যাটে ভর করে। শাহবাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১১০ যোগ করেন অনুষ্টুপ। পাঁচটি চারের সাহায্যে ৯৭ বলে ৪৯ রান করে সিদ্ধার্থ শর্মার চতুর্থ শিকার শাহবাজ। ১১ বলে ১২ রান করেন অভিষেক পোড়েল, তিনি আউট হলে বাংলা সপ্তম উইকেট হারায় ৫২.৪ ওভারে ১৮৮ রানে। এরপর অনুষ্টুপ ও আকাশ দীপ বাংলাকে সাড়ে তিনশোর গণ্ডি পার করিয়ে দেন। ৬৬ ওভারের শেষ বলে আকাশ দীপ আউট হন ৪৫ বলে ৩৪ রান করে। বাংলা ২৫৩ রানের মাথায় অষ্টম উইকেটটি হারায়। ৬৮.২ ওভারে ২৬০ রানে রবিকান্ত সিং ৭ বলে ১ রান করে সিদ্ধার্থ শর্মার পঞ্চম শিকার হন।

দিনের শেষে বাংলা ৭৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছে। অবিচ্ছেদ্য দশম উইকেটে যোগ হয়েছে ৫০ রান। যার মধ্যে ঈশান পোড়েল ২৩ বল খেলে ৬ রানে অপরাজিত রয়েছেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে অনুষ্টুপ ১ ও ৮৩ রান করেছিলেন। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশ শতরান পূর্ণ করে তিনি অপরাজিত রয়েছেন ২০৫ বলে ১৫৯ রানে। ২১টি চার ও ২টি ছয় মেরেছেন। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি বাংলার রুকু। শাহবাজ ও আকাশ দীপ যেভাবে যোগ্য সঙ্গত দিয়েছেন তারও প্রশংসা করে অনুষ্টুপ বলেন, এখনও অনেক কাজ বাকি। কাল যতটা সম্ভব বাংলার স্কোর বাড়ানোই লক্ষ্য।

Argentina: বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতিArgentina: বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি

English summary
Ranji Trophy: Anustup Majumder Hits Unbeaten Hundred After Bengal's Batting Collapse Against Himachal Pradesh. At Stumps Day 1, Bengal Have Scored 310 For The Loss Of 9 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X