রায়নার পর আইপিএল ২০২০ থেকে নাম তুলে নিতে পারেন আরও এক চেন্নাই তারকা
জল্পনা সত্যি হলে আগামী দিনে ফের জোর ধাক্কা খেতে চলেছে চেন্নাই। আইপিএল ২০২০ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। দলে সব মিলিয়ে ১৪ জনের করোনা সংক্রমণ হয়েছে। সেই সঙ্গে সহঅধিনায়ক সুরেশ রায়না দল ছেড়েছেন। পারিবারিক কারণে এবছর আইপিএল ২০২০তে খেলবেন না বলে জানিয়ে দিয়ে দেশে ফিরে এসেছেন রায়না। জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সম্ভবত এবার চেন্নাই শিবিরে তৃতীয় ধাক্কা আসতে চলেছে।

আইপিএল ২০২০ থেকে নাম তুলে নিতে পারেন নাম আরও এক চেন্নাই তারকা
এবার জানা যাচ্ছে, আইপিএল ২০২০ থেকে চেন্নাইয়ের তারকা স্পিনার হরভজন সিং নাম প্রত্যাহার করে নিতে পারেন। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজি অবশ্য সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

ভাজ্জির সঙ্গে দলের যোগোযোগই নাকি হচ্ছে না
ভাজ্জির সঙ্গে দলের যোগাযোগই নাকি হচ্ছে না। দলের সূত্রে এমনটাই জানা গিয়েছে। চলতি সপ্তাহে হরভজনের আইপিএলে খেলতে দুবাই পৌঁছানোর কথা থাকলেও ভাজ্জি এখনও পৌঁছননি। অন্যদিক দলের অন্দরে খবর, তারা নাকি ভাজ্জির সঙ্গে যোগাযোগই করতে পারছে না।

হরভজন কবে আসবেন
হরভজন দলের সঙ্গে কবে যোগ দেবেন, সেটাও নাকি ফ্র্যাঞ্চাইজির কাছে পরিষ্কার নয়। সব মিলিয়ে ভাজ্জির এবছর আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিকল্প ভাবনা
এই মুহূর্তে যেহেতু ভাজ্জি যোগ দিচ্ছেন নাকি আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, ফ্র্যাঞ্চাইজিকে তিনি সরকারিভাবে জানাননি সেই কারণেই দল বিকল্প ক্রিকেটার নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারছে না।

কারণ কী হতে পারে
মনে করা হচ্ছে করোনা নিয়ে উদ্বেগের কারণেই ভাজ্জি আইপিএলে যোগ দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন। প্রকৃত কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে চেন্নাই দলে দুই ক্রিকেটার ও ১২ জন স্টাফের করোনা হওয়ার পর উদ্বেগ বাড়তে ভাজ্জি আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন।
বার্সেলোনাতেই থাকছেন মেসি? কাতালান ক্লাবের পোস্ট ঘিরে লিওকে নিয়ে নতুন করে জল্পনা শুরু