For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ বছরে অধিনায়ক কোহলি এখন অনেক বেশি পরিণত, প্রাক্তনের মুখে প্রশংসা

আজকের দিনেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্ট খেলে পাঁচ বছর আগে আজকের দিনেই টেস্টে অধিনায়কত্ব থেকেও সরে যান মাহি।

  • |
Google Oneindia Bengali News

আজকের দিনেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্ট খেলে পাঁচ বছর আগে আজকের দিনেই টেস্টে অধিনায়কত্ব থেকেও সরে যান মাহি। এরপর পাকাপাকিভাবে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি। তরুণ বিরাটের হাত ধরে ভারতীয় ক্রিকেটের নতুন পথ চলা শুরু হয়েছিল।

পাক গুপ্তচর গ্রেফতার

পাক গুপ্তচর গ্রেফতার

সীমান্তে বোধ রাজ নামে এক পাকিস্তানি গুপ্তচর ধরা পড়েছে। তার কাছ থেকে দুটি পাকিস্তানি সিম কার্ড ও একটি মানচিত্র উদ্ধার করেছেন সীমান্তে সুরক্ষায় থাকা আধিকারিকেরা।

অধিনায়ক হিসেবে বিরাটের পাঁচ বছর

অধিনায়ক হিসেবে বিরাটের পাঁচ বছর

২০১৪ সালে ৯ ডিসেম্বর দেশের হয়ে প্রথমবারের জন্য অধিনায়ক হিসেবে অভিষেক করেন ভিকে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেড টেস্ট দিয়ে অধিনায়ক বিরাটের পথ চলা শুরু হয়।

প্রথম টেস্টে কোহলির অধিনায়কত্বে ভারত দারুণ লড়াই করেও ৪৮ রানে ম্যাচ হেরেছিল। এরপর পরের ৫ বছরে নেতা হিসেবে অনেক পরিণত হয়েছে বিরাট,এমনটাই মনে করছেন স্পিন কিংবদন্তি ও দেশের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে।

ভদোদরায় আন্তর্জাতিক বিমান টার্মিনালের উদ্বোধন

ভদোদরায় আন্তর্জাতিক বিমান টার্মিনালের উদ্বোধন

গুজরাতের ভদোদরায় হারনি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরাটকে নিয়ে কী বললেন কুম্বলে

বিরাটকে নিয়ে কী বললেন কুম্বলে

কুম্বলে বছর শেষে বলেছেন, 'এই পাঁচ বছরে বিরাট অনেক পাল্টেছে। অধিনায়ক হিসেবে কোহলি এখন অনেক বেশি পরিণত। ওর অধিনায়কত্বে ভারতীয় দল এখন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে।'

সঙ্গে কুম্বলে আরও জুড়েছেন, 'অধিনায়ক হিসেবে বিরাট এখন অনেক বেশি ক্ষুরধার। ওর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট ২০১৯ সালে দারুণ পারফর্ম্যান্স করেছে। দল যখনই সমস্যায় পড়েছে বিরাট সামনে থেকে লড়াই করে গিয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছে।'

কেরলের কলেজে জিন্স পরবে না মেয়েরা

কেরলের কলেজে জিন্স পরবে না মেয়েরা

কেরলের মেডিক্যাল কলেজে ছাত্রীদের জিন্স পরে আসাতে নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে এমন কোনও পরিধান বা প্রসাধনী যাতে আওয়াজ হয়, সেটাও পরে কলেজে আসা যাবে না বলে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

একনজরে অধিনায়ক বিরাটের পারফর্ম্যান্স

একনজরে অধিনায়ক বিরাটের পারফর্ম্যান্স

অধিনায়ক হিসেবে বিরাট ৮৩টি ওডিআইয় ম্যাচের মধ্যে ৬০টিতে জয় পেয়েছেন, ২০টি হার, ১টি টাই ও দুই ম্যাচে কোনও পরিণতি হয়নি। অন্যদিকে ৫৩টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে বিরাট ৩৩টি ম্যাচ জিতেছে, ১০টি টেস্টে হার ও ১০টি টেস্ট ড্র করেছে।

আর টি-টোয়েন্টিতে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে বিরাট ১৮টি ম্যাচে জয় জিতেছেন, ১১টি হার , একটি ম্যাচে কোনও পরিণতি হয়নি।

রাজ-দেবেন্দ্র সাক্ষাৎ

রাজ-দেবেন্দ্র সাক্ষাৎ

বলিউড ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে তৈরি হওয়া বিতর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করবেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ থ্যাকারে।

সিধুকে স্বাগত কংগ্রেসের

সিধুকে স্বাগত কংগ্রেসের

বিজেপি ত্যাগী সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু কংগ্রেসে এলে তাঁকে স্বাগত জানানো হবে বলে পাঞ্জাব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। তবে তিনি কোনও দলে আদৌও যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

বারামুল্লায় দুই জঙ্গি গ্রেফতার

বারামুল্লায় দুই জঙ্গি গ্রেফতার

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় দুই জঈশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা। ধৃতদের কাছ থেকে একটি একে৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার হয়েছে।

ইরাকের কিরকুকে হামলা

ইরাকের কিরকুকে হামলা

ইরাকের কিরকুক শহরে হামলা চালাল জহ্গি সংগঠন আইএসআইএস। ঘটনায় মোট ৪৬ জন নিহত হয়েছেন। এর বেশিরভাগই নিরাপত্তারক্ষী জওয়ান বলে জানা গিয়েছে। নিজেদের শক্তি জাহির করতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

মোবাইল আনতে পারবেন না মন্ত্রীরা

মোবাইল আনতে পারবেন না মন্ত্রীরা

সাইবার হানার আতঙ্কে মন্ত্রিসভার সচিবালয় সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ক্যাবিনেট বা ক্যাবিনেট কমিটির বৈঠকে মোবাইল, স্মার্টফোন সঙ্গে রাখতে পারবেন না মন্ত্রীরা। তাঁদের মোবাইল নিয়ে আসতে বারণ করে দেওয়া হয়েছে।

আম্মার আরোগ্য কামনায় সোনা দান

আম্মার আরোগ্য কামনায় সোনা দান

নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জয়ললিতা ভক্তরা মহীশূরের চামুণ্ডা পাহাড়ে চামুণ্ডেশরী মন্দিরে ১ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের গয়না উৎসর্গ করেছে বলে জানা গিয়েছে।

মোহালিতে মুখোমুখি ভারত-নিউ জিল্যান্ড

মোহালিতে মুখোমুখি ভারত-নিউ জিল্যান্ড

রবিবার পাঞ্জাবের মোহালিতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত- নিউ জিল্যান্ড। আপাতত দুটি দলই একটি করে ম্যাচ জিতে সিরিজ ১-১ করে রেখেছে।

English summary
Anil Kumble says, Virat Kohli Has Matured as Captain Going Into Fifth Year as captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X