For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি-শিখর ধাওয়ানকে অবসর নেওয়ার আর্জি হতাশ ভারতীয় সমর্থকদের

বিরাট কোহলি-শিখর ধাওয়ানকে অবসর নেওয়ার আর্জি হতাশ ভারতীয় সমর্থকদের

Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লক্ষ্যে বুধবার মাঠে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে হারের ফলে সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় ছিল না ভারতের কাছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থ হন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। পর পর দুই ম্যাচে বিরাট এবং শিখর ব্যর্থ হওয়ায়, তাঁদের এ বার অবসর নেওয়া পরামর্শ দিলেন সমর্থকেরা।

রোহিতের চোটের কারণে ওপেন করেন বিরাট কোহলি:

রোহিতের চোটের কারণে ওপেন করেন বিরাট কোহলি:

বুড়ো আঙুলে চোট পাওয়ার ফলে রোহিত শর্মা ওপেন করতে পারেননি, তাঁর পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। দুই ওপেনারই গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্লপ হন। আট বছর পর ওডিআই ক্রিকেটে ওপেন করতে নেমেছিলেন বিরাট। যেখানে তাঁর থেকে প্রয়োজন ছিল বড় রানের ইনিংস সেখানে বিরাট কোহলি করেন মাত্র ৫ রান। শিখর ধাওয়ান করেন ৮ রান।

বিরাট-শিখরকে অবসর নেওয়ার উপদেশ:

দুই অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতায় চরম হতাশ ভারতীয় সমর্থকেরা। তাঁরা সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এক সমর্থক লিখেছেন, "আমার মনে হয় (বিরাট) কোহলি, (শিখর) ধাওয়ান এবং রোহিতের (শর্মা) উচিৎ ওডিআই থেকে অবসর নেওয়া।"

রোহিত-কোহলির থেকে মুক্তি দিন:

নিজের হতাশা উগড়ে দিয়ে এক সমর্থক বিসিসিআই-কে ট্যাগ করে লিখেছেন, "প্রিয় বিসিসিআই, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্ণণের মতো বুড়োদের থেকে কি আমাদের নিস্কৃতি দিতে পারা যায়। দল এবং দেশ এঁদের বোঝা আর বইতে পারছে না।"

প্রথম একদিনের ম্যাচেও ব্যর্থ হন বিরাট-শিখর:

শুধু এই ম্যাচেই ব্যর্থ হননি বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। এই দুই হাইপ্রোফাইল ব্যাটসম্যান রান পাননি সিরিজের প্রথম ম্যাচেও। দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি বিরাট এবং শিখর। প্রথম ম্যাচে বিরাট কোহলি করেন ৯ রান এবং শিখর ধাওয়ান করেন ৭ রান।

English summary
Angry Supporters urged Virat Kohli and Shikhar Dhawan to take retirement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X