For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs BAN: মীরপুরে সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে কোন মোক্ষম চাল ডোনাল্ডের?

  • |
Google Oneindia Bengali News

কাল থেকে মীরপুরে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে। তার আগে বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলাদেশের কোচ অ্যালান ডোনাল্ড। প্রথম টেস্টে পরাজয়ের পর খামতিগুলি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ সিরিজে সমতা ফিরিয়ে বড়দিনের উপহার দেবে বলেও আত্মবিশ্বাসী তিনি।

ভারতের বিরুদ্ধে কোন মোক্ষম চাল ডোনাল্ডের?

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলারদের সামনে ছন্দ পাননি বিরাট কোহলি এবং অধিনায়ক লোকেশ রাহুল। যেভাবে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটারকে তাইজুল ইসলামরা শান্ত রাখতে পেরেছেন তাকে ইতিবাচক দিক বলেই চিহ্নিত করেছেন ডোনাল্ড। প্রথম ইনিংসে দুরন্ত ডেলিভারিতে বিরাট কোহলিকে আউট করেছিলেন তাইজুল। ডোনাল্ড বলেন, এই উইকেটগুলি অমূল্য। সচিন তেন্ডুলকরকে বোলিং করার মতো ব্যাপার। যখন এই ক্রিকেটাররা খেলতে নামেন তখন সব কিছু সঠিকভাবে করাটাই একমাত্র কাজ। বিরাট কোহলি ব্যাট করতে নেমে যদি স্টেপ আউট করেন এবং তাঁকে আউটের সুযোগ হাতছাড়া করা হয়, তাহলে দুর্ভোগ কেউ এড়াতে পারবে না। কেন না, এমন সুযোগ বারবার তিনি দেবেন না। রাহুল ও বিরাটের বিরুদ্ধে বোলাররা যেভাবে ভালো বোলিং করেছেন, ডোনাল্ডের আশা তা মীরপুরে অব্যাহত থাকবে। তবে বিরাটের মধ্যে যে রানের খিদে রয়েছে, তাতে তিনি এই সিরিজেই একটি শতরান করতে মুখিয়ে থাকবেন বলেই বিশ্বাস ডোনাল্ডের। তা আটকানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

পাঁজরের চোটের কারণে শাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে বোলিং করেননি। তবে বাংলাদেশ অধিনায়কের ফিটনেস নিয়ে অভয়বাণী শুনিয়েছেন ডোনাল্ড। তাঁর কথায়, শাকিব ভালো আছেন। তিনি বোলিং করবেন। সেই সঙ্গে বাংলাদেশের বোলিং বিভাগ শক্তিশালী হচ্ছে তাসকিন আহমেদ আসায়। ডোনাল্ড জানিয়েছেন, তাসকিন মীরপুরে খেলবেন। আগের ম্যাচেও তিনি খেলতে চেয়েছিলেন। তবে চোট সারিয়ে ছন্দ ফিরে পাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সময় ওই টেস্টের আগে তিনি পাননি। দ্বিতীয় টেস্টে নামার জন্য তাসকিন প্রস্তুত। বাংলাদেশ এই টেস্টেও তিন স্পিনার নিয়েই খেলবে। তাসকিনের প্রত্যাবর্তন ও শাকিবের বল করতে পারা বাংলাদেশের পক্ষে ইতিবাচক হবে বলেই দাবি ডোনাল্ডের। ইবাদত হোসেন পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন। ফলে তাসকিন নতুন বলে সঙ্গী হবেন খালেদ আহমেদের।

প্রথম ইনিংসে বাংলাদেশ দেড়শো রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ৩২৪ রান তুলেছিল। ১৮৮ রানে ভারত চট্টগ্রাম টেস্ট জেতে। ডোনাল্ড বলেছেন, ভারতের মতো দলকে হারাতে গেলে সেরাটা দিতে হবে। আমরা জানতাম ১৫০ রান করাটা সমস্যার কারণ হবে। এরপর আমরা বড় পার্টনারশিপ গড়ার বিষয়ে জোর দিই। দ্বিতীয় ইনিংসে প্লেয়াররা ধৈর্য্যের পরিচয় দিয়েছিলেন। জয়ের মানসিকতা নিয়েই বাংলাদেশ মীরপুরে নামতে চলেছে। এই টেস্ট পাঁচদিন গড়ালে শেষ হবে বড়দিনের পরদিন। টেস্ট জিতলে তা সকলের কাছেই বড়দিনের উপহার হবে বলে মনে করছেন ডোনাল্ড।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, লিটন দাস, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।

English summary
Bowling Coach Allan Donald Heaps Praise On Bangladesh Bowlers. He Informs Captain Shakib Al Hasan Will Bowl Against India In Mirpur Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X