For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক টেস্টের আগে কেন অজিদের সমালোচনায় বর্ডার, প্রথম টেস্টে ওপেনিং নিয়ে কী মত

পিঙ্ক টেস্টের আগে কেন অজিদের সমালোচনায় বর্ডার, প্রথম টেস্টে ওপেনিং নিয়ে কী মত

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার আর মাত্র ২ দিন! দরজায় কড়া নাড়ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট মহারণ। বছর শেষের বহু প্রতীক্ষিত ভারত-অজি টেস্ট যুদ্ধ ঘিরে ক্রিকেট ফ্যানেদের মধ্য়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের ম্যাচ দিয়ে শুরু টেস্ট ডুয়েল। তার আগে দুটি প্রস্ততি ম্যাচেই ভারতের বিরুদ্ধে লড়াই ড্র করছে অস্ট্রেলিয়া এ। আর এই নিয়েই এবার প্রাক্তন অধিনায়কের তোপের মুখে পড়তে হল অজি দলকে।

প্রস্তুতিতে অজিদের পারফর্ম্যান্স

প্রস্তুতিতে অজিদের পারফর্ম্যান্স

টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া দলের অতি সাধারণ পারফর্ম্যান্স দেখে ক্ষুব্ধ প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার। প্রস্তুতিতে অজি দলের মধ্য লড়াইয়ের কোনও রসদ খুঁজে পাননি বর্ডার। দ্বিতীয় দিন অজি বোলিংয়ের বিরুদ্ধে শেষ ওভারে ২২ রান হাঁকান পন্থ। ৭৩ বলে ১০৩ রানে পৌঁছে যান পন্থ। সেই সঙ্গে হনুমা বিহারীও সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ফলে অজিদের বোলিংয়ে কোনও আগ্রাসনই দেখতে পাননি বলে বর্ডার জানিয়েছেন।

বর্ডার যা বললেন

বর্ডার যা বললেন

যারপর এক প্রতিক্রিয়ায় বর্ডার বলেছেন, 'প্রস্তুতিতে ওদের মধ্যে জেতার সেই খিদেতাই দেখলাম না। ভারতের বিরুদ্ধে জেতার ইচ্ছেই যেন নেই। লড়াকু মানসিকতাটাই যেন উধাও হয়ে গিয়েছে। অজিদের পারফর্ম্যান্স কোনও ধার ছিল না। মনে রাখতে হবে অস্ট্রেলিয়া এ দল কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছিল।'

দলের পারফম্যান্স নিয়ে সমালোচনায় বর্ডার

দলের পারফম্যান্স নিয়ে সমালোচনায় বর্ডার

দলের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা করার পাশাপাশি ওপেনিং নিয়েও মুখ খুলছেন বর্ডার। ওডিআই সিরিজে কুঁচকিতে চোট পেয়ে প্রথম টেস্টে নেই ওয়ার্নার। অন্যদিকে শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচে দুশো হাঁকানো তরুণ প্রতিভা উইল পুকোভস্কি প্রস্তুতি মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এই অবস্থায় মার্কাস হ্যারিস ও ম্যাথু ওয়েডকে ওপেনার হিসেবে চাইছেন বর্ডার।

প্রথম টেস্টে ওপেনিং কী হওয়া উচিত, কী বললেন বর্ডার

প্রথম টেস্টে ওপেনিং কী হওয়া উচিত, কী বললেন বর্ডার

এক সাক্ষাৎকারে প্রাক্তন অধিনায়ক বর্ডার জানিয়েছেন, 'আমার মতে মার্কাস হ্যারিস আর ম্যাথিউ ওয়েডকে দিয়ে অজিদের ওপেন করানো উচিত। ওরা মিডল অর্ডারের ব্যাটসম্যান হলেও ওপেন করতে পারে। দ্বিতীয় টেস্টে ওয়ার্নার-পুকোভস্কি ফিরে আসুক। তখন নতুন করে ওপেনিং নিয়ে ভাবা যাবে, তার আগে ওয়েড-হ্যারিসই এই মুহূর্তে সেরা বিকল্প।'

English summary
Allan Border slams Australia A's performance against India in Practice match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X