For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের আগে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ বর্ডার, কী বললেন কিংবদন্তি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের আগে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ বর্ডার, কী বললেন কিংবদন্তি

  • |
Google Oneindia Bengali News

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত। জমজমাট এই টেস্ট সিরিজ যে দুই কিংবদন্তির নামে, তাঁদের মধ্যে অন্যতম তথা অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বর্ডার টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

টেস্ট ক্রিকেটরে বাঁচিয়ে রেখেছেন বিরাট

টেস্ট ক্রিকেটরে বাঁচিয়ে রেখেছেন বিরাট

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মতো ক্রিকেটার এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছেন বলে মনে করেন অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যালান বর্ডার। বিরাটের সৌজন্যে টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব এবং তার সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির প্রতিদ্বন্দ্বিতার জন্য লাল বলের ক্রিকেট এখনও জমজমাট বলে মনে করেন বর্ডার।

বিরাটের অনুপস্থিতি

বিরাটের অনুপস্থিতি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতে ফিরে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার প্রসবের সময় পাশে থাকতে চান ভিকে। অধিনায়কের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে যে প্রভাব ফেলবে, তা মেনে নিয়েছেন অ্যালান বর্ডার। মজা করে বলেছেন, তিনি এবং অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেট প্রেমীরা চেয়েছিলেন, বিরাট কোহলি সন্তান সেই দেশেই জন্মাক।

আইপিএল-কে আক্রমণ

আইপিএল-কে আক্রমণ

আরও একবার বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ আইপিএল-কে আক্রমণ করেছেন অ্যালান বর্ডার। তিনি এখনও বিশ্বাস করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে আইপিএল আয়োজন করা উচিত কাজ হয়নি। বিসিসিআই অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপুল মাত্রায় টাকার খেলা ছাড়া আর কিছু হয় না বলে মনে করেন অজি কিংবদন্তি।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

২৭ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর দুই দলের মধ্যে আরও দুটি ওয়ান ম্যাচ খেলা হবে। ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। ৬ এবং ৮ ডিসেম্বর দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ২৭ ডিসেম্বর দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অ্যাডিলেড ওভালে দিন-রাতের এই টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় এবং চতুর্থ টেস্ট যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও গাব্বায় অনুষ্ঠিত হবে।

 ১ বছর পিছিয়ে গেল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, কারণ জানাল আইসিসি ১ বছর পিছিয়ে গেল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, কারণ জানাল আইসিসি

English summary
Allan Border belives player like Virat Kohli can test cricket alive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X