For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজ আমেদাবাদে নামার আগেই ভারতের মাইলস্টোন ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত জিসিএ-র

  • |
Google Oneindia Bengali News

ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তিনটি ম্যাচ খেলবে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৬ ফেব্রুয়ারি প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি ভারতের কাছে মাইলস্টোন ম্যাচ। কেন না, বিশ্বের প্রথম দেশ হিসেবে ১ হাজারতম একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। ইংল্যান্ডকে টি ২০ সিরিজে পরাস্ত করে ক্যারিবিয়ানে পা রাখার আগে বড় সিদ্ধান্ত ঘোষণা করল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

 ভারতের মাইলস্টোন ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত জিসিএ-র

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে একদিনের সিরিজের তিনটি ম্যাচ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই যে এই পদক্ষেপ তা জানানো হয়েছে। আমেদাবাদে একদিনের সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। ক্লোজড ডোরে সিরিজ খেলে টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে কলকাতায় আসবে দুই দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে টি ২০ আন্তর্জাতিক সিরিজের তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। গতকালই রাজ্য সরকার জানিয়েছে, স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলাধুলো আয়োজন করা যাবে। এরপরই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড টি ২০ ম্যাচ চলাকালীন ৭০ শতাংশ দর্শককে ইডেনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছিল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সহ ম্যাচের সঙ্গে যুক্ত সকলকে। এবারও তেমনভাবেই সাফল্যের সঙ্গে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ আয়োজনে সিএবি প্রস্তুত বলে জানানো হয়।

তবে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত সিএবিকে অস্বস্তিকে ফেলার পক্ষে যথেষ্ট। করোনা পরিস্থিতিতে যাতে দুই দলকে ৬টি শহরে যেতে না হয় সে কারণে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ শুধু দুটি শহরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রথমে এমনটাও ভাবা হচ্ছিল যে শুধু আমেদাবাদেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। শেষমেশ ইডেনে আনা সম্ভব হয় টি ২০ সিরিজটিকে। সিএবি দর্শক রেখে খেলা আয়োজনের জন্য তৈরি থাকলেও বিষয়টি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করবে বিসিসিআই-ই। বোর্ডের অনেক কর্তাও চান না কোনও ঝুঁকি নিতে। কেন না, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজ রয়েছে।

অনেকে আবার মনে করছেন সিএবি ও রাজ্য সরকার কৌশলী চাল দিয়েছে। বোর্ডের অন্দরে এমন ভাবনা ঘুরপাক খাচ্ছে, আইপিএলের নক আউট পর্বটি আমেদাবাদে নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে আমেদাবাদে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার আত্মবিশ্বাসই যেখানে নেই, সেখানে বাংলা ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে করোনা পরিস্থিতির উন্নতির বার্তা দিতে চেয়েছে। সেক্ষেত্রে একটি শহরে আইপিএল সীমাবদ্ধ না থাকলে সিএবিও নক আউট পর্বের দাবি জানাতেই কৌশলী পদক্ষেপ করল বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

English summary
All The Matches Of India vs West Indies ODI Series Will Be Played Behind The Closed Doors. Indian Team Will Be The First Cricket Team In The World To Play 1000th ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X